৮ সেপ্টেম্বর ২০২৪, রবিবার

মার্করাম-ভেরেইনের ব্যাটে রান; গায়ানা টেস্টের নিয়ন্ত্রণে সাউথ আফ্রিকা

- Advertisement -

গায়ানা টেস্টের দুই দলের প্রথম ইনিংসেই দাপট দেখিয়েছে পেসাররা। প্রথম ইনিংসে সাউথ আফ্রিকাকে ১৬০ রানে অলআউট করে ওয়েস্ট ইন্ডিজ। যেখানে বড় অবদান পেসারদের। প্রোটিয়াদের অল্প রানে অলআউট করার পর সুবিধা করতে পারেনি স্বাগতিকরাও। মাত্র ১৪৪ রানে গুটিয়ে গেছে তারা।

দুই দল নিজেদের প্রথম ইনিংসে অল্প রানে অলআউট হয়ে যাওয়ায় দ্বিতীয় ইনিংসে জমে উঠেছে লড়াই। তবে সেই লড়াইয়ে একটু হলেও সুবিধাজনক স্থানে সাউথ আফ্রিকা। নিজেদের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে ২২৩ রান সংগ্রহ করেছে তারা। প্রোটিয়াদের লিড ২৩৯ রান।

সাউথ আফ্রিকার লিড নেওয়ার পেছনে বড় অবদান এইডেন মার্করাম ও কাইল ভেরেইনের। মার্করাম ৫১ রান করে প্যাভিলিয়নে ফিরলেও ভেরেইনে আছেন এখন পর্যন্ত ৫০ রানে অপরাজিত।

তিনটি উইকেট শিকার করেছেন জেইডেন সিলস

গায়ানায় নিজেদের দ্বিতীয় ইনিংসে প্রোটিয়াদের ভালো শুরু এনে দিয়েছেন ওপেনার টনি ডি জর্জি ও মার্করাম। তাদের ওপেনিং জুটিতে ওঠে ৭৯ রান। জর্জিকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন জেইডেন সিলস। দলীয় ১২০ রানের মাথায় ফিরেছেন মার্করামও।

তিনে নেমে ট্রিস্টান স্টাবসও পেয়েছিলেন ভালো শুরু। তবে বড় ইনিংস খেলতে পারেননি তিনি। সিলসের বলে উইকেটের পেছনে ডি সিলভার হাতে ক্যাচ দেওয়ার আগে করেছেন ২৪ রান।

টেম্বা বাভুমা ও ডেভিড বেডিংহাম ফিরেছেন দ্রুত। তবে ভেরেইনেকে দারুণ সঙ্গ দিচ্ছেন উইয়ান মাল্ডার। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে উঠেছে ৮৪ রান। মুল্ডার অপরাজিত আছেন ৩৪ রান করে।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩টি উইকেট নিয়েছেন সিলস। ২টি উইকেট শিকার করেছেন গুড়াকেশ মোতি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img