২২ জানুয়ারি ২০২৫, বুধবার

২০০৩ সালের পর মালদ্বীপের বিরুদ্ধে জিতলো বাংলাদেশ

- Advertisement -

সাফ চ্যাম্পিয়নশিপে হারের বদলা এলো প্রাইম মিনিস্টার মাহিন্দা রাজাপাকসা টুর্নামেন্টে। জামাল ভুঁইয়া ও তপু বর্মণের গোলে মালদ্বীপের বিপক্ষে ২-১ গোলে জিতেছে বাংলাদেশ।

এটি শুধু মালদ্বীপের বিপক্ষে নিছকই একটি জয় নয়, ১৮ বছর ৯ মাস পর মালদ্বীপের বিপক্ষে জিতলো বাংলাদেশ।

কলম্বোর রেসকোর্স মাঠে ১১ মিনিটে অধিনায়ক জামালের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। জাতীয় দলের জার্সিতে এটিই জামালের প্রথম গোল। এর আগে দুটি গোলই ছিলো ‘অনূর্ধ্ব-২৩’ দলের তকমায় তাই সেগুলো আনুষ্ঠানিক গোল হিসেবে ধরা হয়নি।

এগিয়ে থাকার সৌভাগ্য বেশিক্ষণের জন্য থাকেনি বাংলাদেশের। আলী আশফাকের কর্নার থেকে ইব্রাহিম আইসামের গোলে সমতা বিধান করে মালদ্বীপ।

বিরতির পর ফয়সাল আহমেদ ফাহিম ও জুয়েল রানাকে বদলি হিসেবে নামান কোচ মারিও লেমস। দুজনই গোলের সুযোগ সৃষ্টি করেন। ৬০ মিনিটে ফয়সাল বক্সের ভেতরে বল পেয়ে লক্ষ্যে শট নিতে পারেননি। কিছুক্ষণ পর রহমত মিয়ার থ্রো থেকে ফাহিমের শট যায় পোস্টের বাইরে দিয়ে।

তবে ৮৭ মিনিটে জুয়েল রানাকে ডি বক্সে অন্যায়ভাবে ফেলে দেন মালদ্বীপ গোলকিপার। পেনাল্টি পায় বাংলাদেশ। গোল করে বাংলাদেশকে ৩ পয়েন্ট এনে দেন তপু বর্মণ।

May be an image of 4 people and people standing
ম্যাচসেরার পুরস্কার নিচ্ছেন তপু বর্মণ

১৬ নভেম্বর শেষ ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img