২৭ জুলাই ২০২৪, শনিবার

মাশরাফীকে দলে নিতে চায় জেমকন খুলনা !

- Advertisement -

বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের প্রথম রাউন্ডের খেলা শেষ। পয়েন্ট তালিকায় সবার উপরে গাজী গ্রুপ চট্টগ্রাম। তারকায় ঠাসা দল জেমকন খুলনা তিন নম্বরে। দ্বিতীয় রাউন্ডে আরও শক্তিশালী হয়ে মাঠে নামতে মরিয়া রিয়াদ-সাকিবদের খুলনা। সাবেক ওয়ানডে ক্যাপ্টেন মাশরাফী বিন মোর্ত্তজাকে দলে নেয়ার আগ্রহের কথা বিসিবিকে জানিয়েছে দলটি।

তবে কোন প্রক্রিয়ায় মাশরাফীকে দলে টানতে পারবে খুলনা সেটি এখনও পরিষ্কার  করে সিদ্ধান্ত হয়নি। একই সাথে মাশরাফীর ফিটনেসের  বিষয়টিও গুরুত্বপূর্ন।

সাধারনত প্রতিটি স্কোয়াড সদস্যের! যখন স্কোয়াডের কোন সদস্য ইনজুরিতে পড়বেন, তখনই কেবল অন্য ক্রিকেটার বাইরে থেকে দলে টানার সুযোগ থাকে।

 

মাশরাফীর ক্ষেত্র ব্যতিক্রম রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কোন ফ্র্যাঞ্চাইজি চাইলে এবং নড়াইল এক্সপ্রেস আগ্রহী হলে স্কোয়াডে ইনজুরি সমস্যা না থাকলেও সাবেক ক্যাপ্টেনকে দলে নিতে পারবে। ১৭জন সদস্যের স্কোয়াড নিয়ে টুর্নামেন্টের বাকী পথ পাড়ি দিতে কোন আইনী জটিলতায় পড়বে না মাশরাফীকে দলে টানা ফ্র্যাঞ্চাইজি।

 

জেমকন খুলনা ছাড়া অন্যকোন দল আগ্রহী না থাকলে দেশের সবচে জনপ্রিয় পেস বোলারকে হয়তো দেখা যাবে পরের ম্যাচ থেকেই।

১ ডিসেম্বর থেকে মিরপুরে বোলিং অনুশীলন শুরু করেছেন মাশরাফী বিন মোর্ত্তজা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img