৯ ডিসেম্বর ২০২৪, সোমবার

মাহরেজের ‘পঞ্চাশ’, নিউক্যাসলের জালে ম্যান সিটির ‘চার’

- Advertisement -

পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি যেন আকাশে উড়ছে। গত ম্যাচেই গুরু মার্সেলো বিয়েলসার লিডসকে ঘরের মাঠে ৭-০ ব্যবধানে হারানোর পর রোববার প্রতিপক্ষ নিউক্যাসলের মাঠে তুলে নিয়েছে ৪-০ গোলের জয়। চারজন মিলে করেছেন চার গোল; রুবেন দিয়াস, জোয়াও কানসেলো, রিয়াদ মাহরেজ, রাহিম স্টারলিং প্রত্যেকের আছে একটি করে গোল। ম্যান সিটির হয়ে ৫০ গোল পূরণ করেছেন মাহরেজ।

ম্যাচের শুরু হতে না হতেই নিউক্যাসলের জালে বল, কিছু বুঝে উঠার আগেই পিছিয়ে স্বাগতিকরা। সীমারেখা অতিক্রম করেই চলে যাচ্ছিলো বলটা, রুবেন দিয়াস যে সেই বলের গতিপথটাই বদলে দিবেন অবিশ্বাস্যভাবে, সেটা বোধহয় কেউ স্বপ্নেও ভাবেনি। পর্তুগিজ তারকার ক্রসে রিয়াদ মাহরেজের হেড এবং গোল! ম্যাচের পাঁচ মিনিটেই ১-০ ব্যবধানে এগিয়ে ম্যানচেস্টার সিটি।

পুরো মৌসুম জুড়েই দুর্দান্ত ছন্দে থাকা আলজেরিয়ান উইঙ্গার অবদান রেখেছেন দলের দ্বিতীয় গোলেও। ২৭ মিনিটে মাহরেজের বাড়ানো বলেই কোণাকোণি জোড়ালো শটে গোল করেছেন কানসেলো। গত ম্যাচে নিষেধাজ্ঞার কারণে মাঠের বাইরে থাকা পর্তুগিজ রাইটব্যাক নিউক্যাসলের বিপক্ষে ছিলেন দারুণ ছন্দে।

প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যাওয়া সিটি দ্বিতীয়ার্ধে যোগ করেছে আরও দুই গোল; ৬৩ মিনিটে ব্যবধান বাড়িয়েছেন রিয়াদ মাহরেজ আর ৮৬ মিনিটে স্টার্লিংয়ের গোল তো নিশ্চিতই করেছে জয়। প্রতিপক্ষের মাঠে ১০ ম্যাচে ৮ জয়, ঘরের মাঠে ৯ ম্যাচে ৭; ১৭ ম্যাচের ১৫টিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে গার্দিওলার ম্যান সিটি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img