১৬ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার

মাহেদি-সাকিবের ঘূর্ণি জাদুতে বিপর্যস্ত স্কটল্যান্ড

- Advertisement -

পাওয়ারপ্লের ছয় ওভার যদি বাংলাদেশ পেসারদের হয়, পাওয়ারপ্লের পরের ছয় ওভারকে স্পিনারদের বানিয়ে নিলেন শেখ মাহেদি হাসান ও সাকিব আল হাসান। দুইজনই এক ওভারে জোড়া উইকেট করে শিকার করেছেন। নিজের দ্বিতীয় উইকেটটি নেওয়ার সাথে সাথে সাকিব আল হাসান হয়ে গেছেন লাসিথ মালিঙ্গাকে ছাড়িয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারী বোলার।

নিজের প্রথম ওভারের দ্বিতীয় বলেই ম্যাথিউ ক্রসকে এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলেন, পরের বলেই মাহেদিকে সুইপ করতে গিয়ে বোল্ড হন জর্জ মানসি। পরের ওভারে দিয়েছেন মাত্র ১ রান।

মাহেদির সাথে জুটি বেঁধে দারুণ বোলিং করছেন বহুদিন পর লাল সবুজের জার্সিতে ফেরা সাকিব আল হাসান। নিজের দ্বিতীয় ওভারে তিনি নেন ম্যাথিউ ক্রস ও মাইকেল লিস্কের উইকেট। লিস্কের উইকেটটি ছিল সাকিবের ১০৮তম উইকেট। লাসিথ মালিঙ্গার ১০৭টি উইকেট পার করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা বোলিংয়ের রেকর্ড গরেছেন সাকিব।

 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৫৫ রানে ধুঁকছে স্কটল্যান্ড। নিজের তৃতীয় ওভারে ক্যালাম ম্যাকলিওডকে বোল্ড করে উইকেট সংখ্যা তিনে নিয়ে গেছেন মাহেদি।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img