নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। টাইগার অধিনায়কের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করতে বেশিক্ষণ সময় নেননি বাংলাদেশের বোলাররা।
প্রথম ওভারের চতুর্থ বলে বোল্ড করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দিয়েছেন ডানহাতি শেখ মাহেদী হাসান। তিন বল খেলে কোনো রান করতে পারেননি কিউই ওপেনার। এরপর উইকেট উদযাপনে যোগ দিয়েছেন শরিফুল ইসলাম। ফিন অ্যালেনকে স্লিপে সৌম্য সরকারের ক্যাচ বানিয়ে পেয়েছেন নিজের প্রথম উইকেটের দেখা। ৩ বলে ১ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন অ্যালেন। পরের বলে গ্লেন ফিলিপসকে করেছেন এলবিডব্লিউ। প্রথমে আম্পায়ার আউট না দিলে রিভিউয়ের সিদ্ধান্ত নেন শান্ত।