২৪ জানুয়ারি ২০২৫, শুক্রবার

মায়াঙ্কের সেঞ্চুরি; দৃশ্যপটের আড়ালে দ্রাবিড়, গাভাস্কার

- Advertisement -

মুম্বাইয়ে দ্বিতীয় টেস্টে একাদশে ফিরেই সেঞ্চুরি তুলে নিয়েছেন মায়াঙ্ক আগারওয়াল। দিনের শুরুতে দল যেখানে চার উইকেট হারিয়ে বিপাকে, সেখানে দিনশেষে নিজ দলকে চালকের আসনে রেখেই মাঠ ছেড়েছেন মায়াঙ্ক। অপরাজিত আছেন ১২০ রানে, চার উইকেট তুলে নেয়া এজাজ প্যাটেলকেই হাঁকিয়েছেন চারটি ছক্কা। প্রথম দিন শেষে নিজের ব্যাটিংয়ের পেছনের গল্পটা শুনিয়েছেন ভারতীয় ওপেনার।

“যখন আমাকে দলে নেয়া হলো, রাহুল ভাই (রাহুল দ্রাবিড়) আমার সাথে কথা বলেছিলেন। তিনি আমায় নিজের সামর্থ্য মনে করিয়ে দিয়ে বলেছেন, যাও আর নিজের সেরাটা উজাড় করে দিয়ে খেলো”- বলছিলেন মায়াঙ্ক

সেইসাথে ভারতীয় কোচ বার্তা দিয়েছিলেন ইনিংসটাকে বড় করারও, “তিনি আমাকে বলেছিলেন যদি একবার পিচে থিতু হয়ে যাও তাহলে ইনিংসটাকে বড় করিও। তার আস্থার প্রতিদান দিতে পেরে ভালো লাগছে।”

ইংল্যান্ডে নেট সেশনে ব্যাটিং করার সময়ে ইনজুরিতে পড়েছিলেন মায়াঙ্ক

মায়াঙ্ক দলে জায়গা পেয়েছেন লোকেশ রাহুলের ইনজুরির কারণে। অথচ, মায়াঙ্কের দল থেকেই বাদ পড়তে হতো না যদি না ইনজুরিতে পড়তেন ইংল্যান্ডে। সেই ইনজুরি নিয়েই কথা বলেছেন মায়াঙ্ক, “ইংল্যান্ডে মাথায় আঘাত পেয়ে দল থেকে বাদ পড়াটা দুঃখজনক ছিল। কিন্তু, আমি সেটাকে মেনে নিয়েছি। আমার আসলে অন্য কোনো উপায়ও ছিল না। আমি পরিশ্রম করায় মনোযোগ দেয়ার চেষ্টা করেছি।”

শুধু রাহুল দ্রাবিড় নয়, মায়াঙ্ক আগারওয়াল তার দুর্দান্ত ব্যাটিংয়ের পেছনে কৃতিত্ব দিয়েছেন সুনীল গাভাস্কারকেও, “তিনি আমাকে বলেছিলেন ব্যাটিং করার সময়ে আমার ব্যাট আরেকটু নীচে রাখা উচিত। সাধারণত আমি ব্যাট করার সময়ে ব্যাট কিছুটা উঁচুতে রাখি। উনি যখন বলছিলেন তখন আমি তার কাধের দিকে খেয়াল রাখছিলাম এবং পরবর্তীতে সেটা আয়ত্ত্ব করার চেষ্টা করেছি।”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img