প্রথম ওভারেই ওপেনার ফিন অ্যালেনকে হারিয়েছিল নিউজিল্যান্ড। তারপর ডেভন কনওয়ে এবং কেন উইলিয়ামসন শুরুর চাপ সামাল দেওয়ার চেষ্টা করলেও রান তোলার গতি ছিল কম। শেষমেশ অবশ্য ড্যারেল মিচেলের ফিফটিতে দেড়শো পেরিয়েছে নিউজিল্যান্ড। নির্ধারিত কুড়ি ওভারে কিউইদের সংগ্রহ ৪ উইকেটে ১৫২ রান।
সিডনিতে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল নিউজিল্যান্ড। অ্যালেনের পুরোপুরি ব্যর্থ, উইলিয়ামসনের ব্যাট থেকে এসেছে ৪২ বলে ৪৬ রান। গেল বিশ্বকাপের সেমি ফাইনাল হিরো মিচেল অস্ট্রেলিয়া বিশ্বকাপের সেমিতেও দুর্দান্ত। ৩৫ বলে করেছেন ৫৩ রান।
পাকিস্তানের হয়ে বল হাতে দিনের সেরা শাহীন শাহ আফ্রিদি। ৪ ওভার বল করে ২৪ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। এছাড়াও ২ ওভার বল করে ১২ রান দিয়ে মোহাম্মদ নেওয়াজ নিয়েছেন ১ উইকেট।