বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে ভারতের বিপক্ষে দলীয় ১৯ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে বিপদে পড়েছিল নিউজিল্যান্ড। এরপর ড্যারিল মিচেল ও রাচিন রবীন্দ্রের দুর্দান্ত ব্যাটিংয়ে ২৭৩ রান সংগ্রহ করেছে কিউইরা। ভারতের জয়ের জন্য প্রয়োজন ২৭৪ রান।
টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। ভারতীয় অধিনায়ককে হতাশ করেননি জাসপ্রিত বুমরাহ-মোহাম্মদ সিরাজরা। ইনিংসের শুরু থেকেই উইকেট থেকে দারুণ সুইং আদায় করে নেন তারা। ভারতীয় বোলারদের সামনে খুব একটা সুবিধা করতে পারেনি নিউজিল্যান্ডের ব্যাটাররা। উল্টো দলীয় ৯ রানের মধ্যে ডেভন কনওয়কে হারিয়েছে তারা। ৯ বলে রানের খাতা খোলার আগেই মোহাম্মদ সিরাজের বলে শ্রেয়াস আইয়ারকে ক্যাচ দিয়ে ফিরেছেন কিউই ওপেনার।
আরেক ওপেনার উইল ইয়াংকে নিজের প্রথম ওভারেই বোল্ড করেছেন মোহাম্মদ শামি। টুর্নামেন্টে প্রথমবারের মতো সুযোগ পেয়ে কত সুন্দরভাবে কাজে লাগালেন তিনি।

এরপর উইকেটে এসে ইনিংস মেরামতের দিকে নজর দেন রাচিন রবীন্দ্র ও ড্যারিল মিচেল। প্রথমে ভারতীয় বোলারদের দেখেশুনে খেলেছেন। এরপর সময় যত গড়িয়েছে নিজেদের স্বভাবসুলভ ব্যাটিং করেছেন তারা। বুমরাহ-শামিদের বাজে বল পেলেই বাউন্ডারি মেরেছেন। দুজনে মিলে ১৫২ বলে গড়েন ১৫৯ রানের জুটি। তাতেই বড় সংগ্রহের ভিত পেয়ে যায় নিউজিল্যান্ড।
৮৭ বলে ৬ বাউন্ডারি ও ১ ছক্কায় ৭৫ রান করা রবীন্দ্রকে ফিরিয়ে ভারতকে ব্রেক থ্রু এনে দেন শামি। রবীন্দ্র ফিরলেও ঠিকই সেঞ্চুরি তুলে নিয়েছেন মিচেল। শেষ ওভারে আউট হওয়ার আগে করেন ১২৭ বলে ৯ বাউন্ডারি ও ৫ ছক্কায় ১৩০ রান।
ভারতের হয়ে পাঁচটি উইকেট নিয়েছেন মোহাম্মদ শামি। দুটি উইকেট শিকার করেছেন কুলদ্বীপ যাদব। মোহাম্মাদ সিরাজ ও জাসপ্রিত বুমরাহ নিয়ছেন একটি করে উইকেট।