১৩ অক্টোবর ২০২৪, রবিবার

মিচেল স্টার্ককে ছাড়াই খেলছে অস্ট্রেলিয়া

- Advertisement -

আগেই স্কোয়াড থেকে ছিটকে গেছেন ডেভিড ওয়ার্নার ও অ্যাশটন অ্যাগার। এবার পেস আক্রমণের মূল ভরসা মিচেল স্ট্রার্ককে  টি-টোয়েন্টির বাকি দুই ম্যাচ পাবেনা অস্ট্রেলিয়া। পরিবারের একজনের অসুস্থতার জন্য সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এই স্পিড স্টার। পরিবারের কে অসুস্থ সেটা নিশ্চিত করেননি। আর ১৭ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে তিনি ফিরবেন কিনা এটাও এখন অনিশ্চিত।

স্টার্কের ব্যাপারে কোচ জাস্টিন ল্যাঙ্গার জানিয়েছেন- “পরিবারের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই। পরিবারকে সময় দেয়া প্রয়োজন স্টার্কের। ও যখন মনে করবে দলে ফেরার তখনই ফিরবে”।

ইতিমধ্যে প্র্রথম টি-টোয়েন্টিতে হেরে সিরিজে পিছিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। স্টার্কের অনুপস্থিতি কিছুটা দুশ্চিন্তায় ফেলেছে অজি  টিম ম্যানেজমেন্টকে। তার বদলি হিসেবে কাউকে দলে ডাকেনি অস্ট্রেলিয়া। এমনিতেই বিশ্রামে আছেন প্যাট কামিন্স।

জশ হ্যাজলউডের পাশাপাশি স্কোয়াডে থাকা শন অ্যাবট, মোজেস হেনরিকেস, অ্যান্ড্রো টাই ও ড্যানিয়েল স্যামসের ওপরেই ভরসা রাখছে অজি ম্যানেজমেন্ট।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img