৮ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার

মিঠুনের ফিফটি, শরীফুলের চার উইকেট; সিলেটের সংগ্রহ ১৪২!

- Advertisement -

১৮তম ওভারের প্রথম বল, মোহাম্মদ মিঠুনের সহজ ক্যাচ ছেড়ে দিলেন আরাফাত সানি! বোলার উসমান কাদিরের প্রতিক্রিয়াই বলে দিচ্ছিলো তিনি ঠিক কতটা বিরক্ত। বিরক্ত হওয়াটাই অবশ্য স্বাভাবিক, ঐ সময়টাতেও যদি মিঠুনের উইকেটটা নেয়া যেত তাহলে তো রানটা ২০ ওভারে ১৪২ না হয়ে, আরো কিছুটা কমও হতে পারতো! সিলেটের হয়ে যে সর্বোচ্চ রানের ইনিংসটা মিঠুনই খেলেছেন, ৪৬ বলে করেছেন ৫৯ রান।

অথচ, শুরুতেই পেসার শরীফুল ইসলামের দাপুটে বোলিংয়ে দিশেহারা হয়ে পড়েছিল সিলেট স্ট্রাইকার্স। শামসুর রহমান শুভ (০), নাজমুল হোসেন শান্ত (৩) আর জাকির হাসানকে (০) তিন ওভার না হতেই ফিরতে হয়েছে প্যাভিলিয়নে। ১৩ রানে ৩ উইকেট, সেখান থেকে সিলেটের ঘুরে দাঁড়ানো মিঠুন-সামিত প্যাটেল-হাওয়েল-আরিফুলদের ব্যাটে। শুরুতে সামিত প্যাটেলকে নিয়ে মিঠুন গড়েছেন ৫৭ রানের জুটি, এরপর বেনি হাওয়ালকে নিয়ে ৩৩ আর আরিফুল হকের সাথে ব্যাট করে স্কোরবোর্ডে মিঠুন যোগ করেছেন মাত্র ১৩ বলে ২৭ রান।

নির্ধারিত ২০ ওভার শেষে ঘরের মাঠে সিলেট স্ট্রাইকার্সের সংগ্রহ ৮ উইকেটে ১৪২ রান। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেছেন মিঠুন। ঢাকার হয়ে শরীফুল ইসলাম নিয়েছেন ২৪ রানে ৪ উইকেট।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img