কে বলবে চট্টগ্রামের এই পিচেই কদিন আগে টাইগারদের ব্যাটিংয়ে হয়েছে ভরাডুবি? মোহাম্মদ মিঠুন-মিজানুর রহমান যেভাবে ব্যাটিং করেছেন তাতে অন্তত বিস্ময় জাগতেই পারে। প্রথম উইকেটে দুজনে মিলে গড়েছেন ৩২৭ রানের জুটি।
লাঞ্চের আগেই শতক তুলে নিয়েছেন মিঠুন-মিজানুর, উঁকি দিচ্ছিল ডাবল সেঞ্চুরি। কিন্তু, পারেননি মিজানুর; নাঈম ইসলামের বলে এলবিডব্লিউয়ের শিকার হয়ে ১৬২ রান করে ফিরেছেন প্যাভিলিয়নে। পারেননি মিঠুনও, নোমান চৌধুরীর বাউন্সারে ১৭৬ রান করে উইকেটকিপার মাহিদুল ইসলাম অঙ্কনের হাতে ক্যাচ দিয়ে তিনিও ফিরেছেন ড্রেসিংরুমে।
বাংলাদেশ দলে ওপেনাররা ধারাবাহিকভাবে যখন ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছেন, সেখানে মিঠুন-মিজানুরের এমন ইনিংস নির্বাচকদের যে ভাবাবে সেটা অনুমান করাই যায়। মাঠে বসে মিঠুনের ইনিংসটি স্বচক্ষে দেখেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু; বলেছেন রাসেল ডমিঙ্গোর পরামর্শেই নাকি মিঠুনকে নামানো হয়েছে ইনিংসের শুরুতে। প্রথমবার ওপেনিংয়ে নেমেই খেলেছেন এমন দুর্দান্ত ইনিংস। ডমিঙ্গোর ওপেনিং নিয়ে দুশ্চিন্তা কি এবার তাহলে ফুরোতে চললো?