৯ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

মিরপুরের লো স্কোরিং উইকেটে খেলার কারণে টাইগার ব্যাটারদের এমন দুর্দশা

- Advertisement -

বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে শুরুটা দুর্দান্ত করলেও পরের দুই ম্যাচে টাইগাররা পেয়েছে হারের স্বাদ। সাকিব আল হাসানের দলের হারের পেছনে ব্যাটারদের বড় ইনিংস খেলতে না পারার ব্যর্থতাকে সামনে আনছেন অনেকে। তাদের মধ্যে অন্যতম পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক। মিরপুরে লো স্কোরিং উইকেটে খেলার কারণে লিটন কুমার দাশদের ব্যাটিংয়ে এমন দুর্দশা বলে মনে করেন শোয়েব।

তিনি বলেন, “বাংলাদেশ যে সিরিজগুলো জিতেছে, সব কটিই ছিল লো স্কোরিং। তাদের স্পিনারদের পরিসংখ্যান দেখলে বিষয়টা নজরে আসে। এই ঘটনা কিন্তু আমাদের সঙ্গেও হয়েছিল। একসময় আমাদের ঘরোয়া ক্রিকেটে শুধু পেস–সহায়ক উইকেট বানানো হতো। তাতে ১৪০–এর বেশি গতিতে বোলিং করা পেসার আসা অনেকটাই কমে গিয়েছিল। এর ফলে স্পিনাররাও কম আসতে শুরু করে। বাংলাদেশের ক্ষেত্রেও ব্যাপারটা এমন। তাদের মিরপুর এমন একটা মাঠ যেখানে রান করা মোটেই সহজ নয়”

টপ অর্ডারের ব্যাটাররা বড় রান করতে পারছে না। ওপেনার লিটন কুমার দাশ ইংল্যান্ডের বিপক্ষে ৭৬ রানের দারুণ একটি ইনিংস খেলেছিলেন। কিন্তু, গত ম্যাচে ট্রেন্ট বোল্টের প্রথম বলে ফ্লিক করতে গিয়ে ফাইন লেগে ক্যাচ দিয়ে ফিরেছেন। লিটনের আউট নিয়ে কথা বলেছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।

“লিটন দাশ অনেক দিন ধরে খেলছে। সে এখন আর তরুণ নয়। বুঝতে পারলাম, বলটা বাজে ছিল। ন্যাচারালি শটটা চলে এসেছে। তবে এটা ৫০ ওভারের সংস্করণ। ফাইন লেগ যদি পিছে থাকে, তাহলে সিঙ্গেল নাও। এসব কি লিটনকে আমাদের বলতে হবে?”– বলছিলেন ওয়াসিম আকরাম

পাকিস্তানের আরেক ক্রিকেটার মিসবাহ-উল-হক টাইগার ব্যাটারদের আরও দায়িত্ব নিয়ে ব্যাটিং করার পরামর্শ দিয়েছেন।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img