২৭ জুলাই ২০২৪, শনিবার

মিরপুরে অনুশীলন করলেন রিয়াদ-সৌম্য-আফিফরা

- Advertisement -

দুয়ারে বিশ্বকাপ। খুব শীঘ্রই বাংলাদেশ দল উড়াল দেবে বিশ্বকাপের উদ্দেশ্যে। এর আগে স্কোয়াডে থাকা ক্রিকেটাররা চেষ্টা করছেন যে যেভাবে পারেন, শেষ মুহুর্তে নিজেকে ঝালিয়ে নিতে। কেউ কেউ খেলছেন ঘরোয়া টুর্নামেন্টে, বাকিরা নিয়মিত মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে করছেন অনুশীলন।

ছবিঃ বিসিবি

তারই ধারাবাহিকতায় আজ মিরপুরে অনুশীলন করতে দেখা গিয়েছে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব ও নাইম শেখকে। মাঠের সেন্টার উইকেটে ব্যাটিংটা ঝালিয়ে নিয়েছেন তাঁরা। আজ আক্রমণাত্মক ব্যাটিংয়ের বদলে মূলত ডিফেন্সিভ শটগুলোই অনুশীলন করতে দেখা গিয়েছে তাঁদের। যদিও পরের দিকে কিছুক্ষণ টি-টোয়েন্টি মেজাজে চার ছক্কা মারার অনুশীলনও করেছেন তাঁরা। নুরুল হাসান সোহান করেছেন গ্লাভস হাতে কিপিং অনুশীলন। অনুশীলনে উপস্থিত ছিলেন কোচ মিজানুর রহমান বাবুল।

সোহান করেছেন কিপিং অনুশীলন

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে মুশফিকুর রহিম, শামীম হোসেন, রুবেল হোসেন, আমিনুল ইসলাম বিপ্লবরা খেলছেন চট্টগ্রামে বাংলাদেশ ‘এ’ দল ও বিসিবি হাইপারফরম্যান্স দলের সিরিজে। ‘এ’ দলের হয়ে মুশফিক গতকাল ৭০* রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন। রুবেল হোসেন নিয়েছেন ২ উইকেট। শামীম হোসেন নিয়েছেন ১ উইকেট।

৩ অক্টোবর টাইগারদের ওমানের ফ্লাইট।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img