২২ জানুয়ারি ২০২৫, বুধবার

মিরপুরে চেনা ছন্দে বাংলাদেশ

- Advertisement -

ঘরের মাঠ, পরিচিত দর্শক ফিরে পেয়েই বাংলাদেশ স্বরুপে। প্রথম ছয় ওভারেই তাসকিন আহমেদ-মাহেদি হাসানরা প্যাভিলিয়নে ফিরিয়েছেন চার পাকিস্তান তারকা ব্যাটসম্যানকে। কিন্তু, মিরপুরের এই স্লো পিচে যে একটা জুটি দাড় হয়ে গেলেই বদলে যেতে পারে ম্যাচের চেহাড়া, সেটা ভালোই জানেন মাহমুদুল্লাহ রিয়াদ।

উইকেট আসেনি, তবে পাকিস্তানের দুই ব্যাটসম্যান ফাখার জামান-খুশদিল শাহকে ঠিকই চাপে ফেলেছেন টাইগার বোলাররা। পাওয়ারপ্লে পেরোনোর ছয় ওভার পরেও পাকিস্তানের সংগ্রহ তাই ৪ উইকেটে ৫৫; শেষ ৩৬ বলে মেন ইন গ্রিনদের সংগ্রহ ১৯ রান।

ফাখার ব্যাটিং করছেন ২৭ বলে ১৮ রানে, খুশদিলের সংগ্রহ ১৪*। মাহেদি হাসান তার ৪ ওভার শেষ করেছেন ১৭ রানে ১ উইকেট নিয়ে। ৩ রানে ১ উইকেট মুস্তাফিজুর রহমানের। অধিনায় মাহমুদুল্লাহ রিয়াদও ঘুরিয়েছেন হাত; দুই ওভারে দিয়েছেন ৯ রান।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img