সাকিব আল হাসান বুধবার দেশে ফিরেছেন তা অনেকেরই জানা। টাইগার অধিনায়কের ফেরার কারণও ইতিমধ্যে জেনে গেছেন সবাই। তবে নতুন খবর হচ্ছে, বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের ইনডোর থেকে অনুশীলন শেষে অনাকাঙ্খিত এক ঘটনার মুখোমুখি হয়েছেন। বিশ্বসেরা অলরাউন্ডারকে দেখে টাইগার সমর্থকরা ‘ভুয়া’ ‘ভুয়া’ বলে চিৎকার করেছেন।
বৃহস্পতিবার সাকিব সকাল ৯:১০ মিনিটে হোম অব ক্রিকেটে আসেন। এরপর প্রায় ঘন্টা দুয়েক কোচ নাজমুল আবেদিন ফাহিমের সাথে অনুশীলন করেন। প্র্যাক্টিস গণমাধ্যম এড়াতে সাকিবের কালো গাড়িটা নিয়ে নেওয়া হলো একদম ইন্ডোরের গেটের কাছে। সাকিব গাড়িতে উঠলেন স্বাভাবিকভাবেই ; তার গাড়ি মিরপুরের ইনডোর স্টেডিয়ামের গেট থেকে বেরুতেই অনাকাঙ্খিত সেই মূহুর্ত।
সাকিব একটা প্র্যাক্টিস সেশন চেয়েছিলেন। কলকাতার দলের সাথে থাকলে মাঝে একদিন অন্যদের মতো ট্রভেলিং-এ মিস হতো সাকিবের। টাইগার অধিনায়ক সেটা চাননি! নিজের ফর্ম নিয়ে তিনি চিন্তিত তাই ছুটে এসেছেন মিরপুরে। করেছেন ব্যাটিং অনুশীলন! অথচ বিনিময়ে পেলেন কী! দেশের সর্বকালের সেরা ক্রিকেটারকে সহ্য করতে হলো ভুয়া ভুয়া চিৎকার!