বিপিএলের অষ্টম আসর মাঠে গড়ানোর অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার। শুক্রবার, টুর্নামেন্টের প্রথম ম্যাচেই দুপুর দেড়টায় সাকিব আল হাসানের ফরচুন বরিশাল মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। মিরপুরে অনুষ্ঠিত এই ম্যাচে উইকেটের কন্ডিশন দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ ব্যাপার। সাকিবের বিশ্বাস, স্পোর্টিং উইকেটেই খেলার সুযোগ পাবে এবারের দলগুলো। আর যদি তার ব্যতিক্রমও ঘটে তবুও নিজেরদের সামর্থ্য দিয়েই টুর্নামেন্টে ভালো খেলতে চান সাকিব ও তাঁর দল।
“যদিও এখনো উইকেট দেখতে পারিনি। আমি বিশ্বাস করি, স্পোটিং উইকেট হবে। যেখানে সবার জন্যই কিছু না কিছু থাকবে। আশা করি ভালো একটা ম্যাচ দিয়ে বিপিএল শুরু হবে”-বলছিলেন সাকিব
তবে উইকেট যেমনই হোক নিজেদের সামর্থ্যের সবটুকু দিয়েই ভালো খেলতে চান সাকিব ও তাঁর দল, “প্রত্যাশা তো সবগুলো দলেরই আছে। সবাই যেহেতু পেশাদার খেলোয়াড় প্রত্যাশা তাদের নিজেদের উপর নিজেদেরও আছে, ভালো করার একটা তাগিদ সবারই থাকে। এটা আসলে আমাদের জন্য একটা ইনস্পায়ারিং ব্যাপার। আমরা এটাকে ইতিবাচক ভাবে নেওয়ার চেষ্টা করছি। এটা থেকে যেন ভালো কিছু করতে পারি, সেটার চিন্তা করছি।”
নামে-ভারে এগিয়ে থাকলেও টুর্নামেন্টের শুরু থেকেই নিজেদের ফেভারিট বলতে নারাজ সাকিব আল হাসান, “টুর্নামেন্ট শুরুর আগে এগুলো বলা মুশকিল। বাকি পাঁচ দলের সাথে একই রকম মনে হচ্ছে আমাদের। প্রথম ২/১টা ম্যাচ গেলে হয়তো অনেক বেশি অ্যানালাইসিস করা সম্ভব। এখন যেটা মনে হচ্ছে খুবই ব্যালেন্স একটা দল। তবে টুর্নামেন্ট শুরু হলে তারপরও আসল অবস্থা বোঝা যাবে।”