মিরপুরের শের-ই-বাংলায় টস হওয়ার আগ পর্যন্ত আকাশ ছিল পরিষ্কার। তবে খেলা শুরু হওয়ার ঠিক আগ মুহুর্তে হানা দিয়েছে বেরসিক বৃষ্টি। যার কারণে নির্ধারিত সময়ে টস হলেও এখনো খেলা শুরু হয়নি।
এর আগে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে। দ্বিতীয়টিতে হেরে সিরিজে পিছিয়ে আছে টাইগাররা। সমতা ফেরানোর লক্ষ্যে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন প্রথমবার টাইগার জার্সিতে অধিনায়কত্ব করার সুযোগ পাওয়া নাজমুল হোসেন শান্ত।
তৃতীয় ম্যাচে অভিষেক হয়েছে বাঁহাতি উইকেট কিপার ব্যাটার জাকির হাসানের। এছাড়াও দলে ফিরেছেন মুশফিকুর রহিম ও শরীফুল ইসলাম।