বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে অলরাউন্ড নৈপুণ্যে জয় এনে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। তাতেই এ অলরাউন্ডারকে প্রশংসায় ভাসাচ্ছেন সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকরা। মিরাজের ছন্দে থাকা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজা।
নিজের ইউটিউব চ্যানেল ‘রমিজ স্পিকস’–এ তিনি বলেন, “এর আগে ভারতের বিপক্ষে নিজেদের মাটিতে এক–দুই ইনিংসে সে দারুণ খেলেছিল। এর পর থেকে সে আর পেছন ফিরে তাকায়নি। তার পারফরম্যান্স খুবই নিখুঁত। বোলিংও সে আত্মবিশ্বাসের সঙ্গে করে। বোলিং অ্যাকশনও খুব সুন্দর। এই ম্যাচে দারুণ অফ স্পিন করেছে। ৩ উইকেটের সঙ্গে ৫০ রান—এর চেয়ে ভালো পারফরম্যান্স আসলে হতে পারত না। তার জন্য দলও বেশ আত্মবিশ্বাস পেয়েছে। ও খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তার ছন্দে থাকা বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ”
শুধু মিরাজের প্রশংসা করেই থামেননি রমিজ। টাইগার অধিনায়ক সাকিব আর হাসানের দারুণ অধিনায়কত্ব ও পারফর্ম নিয়েও কথা বলেছেন। তিনি মনে করেন, সাকিব সব সময় দলের জন্য অনুপ্রেরণা হতে চেষ্টা করেন। যা দলের ভালো করতে সাহায্য করে।

রমিজ সাকিবের প্রশংসা করে বলেন, “সাকিব আল হাসান মানসম্পন্ন একজন ক্রিকেটার। তার অভিজ্ঞতাও দারুণ। এই ম্যাচে প্রথম সারির ব্যাটসম্যানদের আউট করেছে। সাকিব এসে শুধু পরিস্থিতিই সামাল দেয় না, বরং কঠিন পরিস্থিতিতে সে বোলিং করে। অধিনায়কত্বও বেশ ভালো করেছে, এর ফলে আত্মবিশ্বাসও তার অনেক বাড়বে। দেখুন, সে নিজেও খুব ভালো পারফর্ম করেছে। আর অধিনায়ক সব সময়ই দলের জন্য অনুপ্রেরণা হতে চেষ্টা করে। আর এতে ডাগআউটে আপনি কিছু বললে, সেটাকেও শ্রদ্ধার চোখে দেখা হয়। খুবই ভালো পারফরম্যান্স”
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের দাপুটে এ জয় সামনের ম্যাচগুলোতে আত্মবিশ্বাস দেবে বলে মনে করেন রমিজ। আগামী ১০ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে সাকিবের দল।