২০১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলে নিয়মিত ছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। টুর্নামেন্টে ৭ ম্যাচ খেলে ১৪ উইকেট নেওয়ার পাশাপাশি করেছিলেন ৮৭ রান। চার বছর পর আবারও একটি ওয়ানডে বিশ্বকাপ খেললো টাইগাররা কিন্তু সাইফউদ্দিন ছিলেন দর্শক হয়ে। চার বছর আগের ফর্ম ধরে রাখতে পারেননি, সেই সাথে ইনজুরি। সব মিলিয়ে সাইফউদ্দিন এখন দলের বাইরে। তবে ভালো খেলে নিজেকে আবারও প্রমাণ করার জন্য মুখিয়ে আছেন পেস বোলিং এই অলরাউন্ডার।
‘অলরাউন্ডার’-কে দেওয়া সাক্ষাৎকারে সাইফউদ্দিন বলেছেন, “মুখে বললে তো হবে না, প্রমাণ করতে হবে। প্র্যাক্টিসের মাধ্যমে আরও হার্ডওয়ার্ক করতে হবে। যেমন মিরাজ নিজেকে প্রমাণ করেছে, যার কারণে টপ অর্ডারে ব্যাটিং করেছে, ওপেনিংও করে মাঝেমধ্যে। মিরাজের মতো আমাকেও নিজেকে প্রমাণ করতে হবে, অনেক রান করতে হবে। তাহলে হয়তো সুযোগ আসবে উপরে ব্যাট করার”
২০১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের অন্যতম ভরসার নাম ছিলেন সাইফউদ্দিন। চার বছর পর জাতীয় দলের আলোচনাতেই ছিলেন না পেস বোলিং অলরাউন্ডার। ইনজুরির কারণে দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে আছেন তিনি। যত দ্রুত সম্ভব মাঠে ফেরার লড়াইটা করছেন তিনি। বিশ্বকাপে খেলতে পারলে ভালো লাগতো বলে জানিয়েছেন সাইফউদ্দিন।

“সত্যি বলতে এটা অনেক কষ্টকর। সবাই খেলতেছে, আমি দেখতেছি কিন্তু খেলতে পারতেছি না। সেটা আন্তর্জাতিক হোক কিংবা ঘরোয়া হোক। এটা আসলে প্রকাশ করার মতো না, যেটা চলে গেছে সেটা আফসোস করে লাভ নেই। আইসিসি সুপার লিগে কয়েকটা ওয়ানডে খেলেছিলাম বাংলাদেশের হয়ে। যদি ওয়ানডে বিশ্বকাপ খেলতে পারতাম, তাহলে আরও বেশি ভালো লাগতো। সব মিলিয়ে অনেক মিস করেছি”– বলছিলেন সাইফউদ্দিন
বর্তমানে ইনজুরি কাটিয়ে ব্যাটিং অনুশীলন করছেন সাইফউদ্দিন। এখনো বোলিং অনুশীলন শুরু না করলেও ধীরে ধীরে বোলিং করবেন তিনি।