১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

মিলারের সেঞ্চুরিতে সাউথ আফ্রিকার লড়াকু সংগ্রহ

- Advertisement -

দলীয় ২৪ রানের মধ্যেই নেই চার উইকেট। একে একে প্যাভিলিয়নের পথ ধরেছেন টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, এইডেন মার্করাম ও ভ্যান ডার ডুসেন। এরপর সাউথ আফ্রিকা যে ২১২ রান তুলতে পেরেছে ডেভিড মিলারের কল্যাণে। যেখানে ৪৭ রান করা হেনরিখ ক্ল্যাসেনের অবদানও কম নয়।

টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই অস্ট্রেলিয়ার পেসারদের তোপের মুখে পড়ে সাউথ আফ্রিকা। উইকেট থেকে দারুণ সুইং আদায় করে নিয়েছেন মিচেল স্টার্ক-জশ হ্যাজলউডরা। প্রথম ওভারের শেষ বলে কোনো রান করার আগে প্যাভিলিয়নের পথ ধরেন বাভুমা। এরপর তাকে অনুসরণ করেছেন দুর্দান্ত ফর্মে থাকা ডি কক (৩), ডুসেন (৬), ও মার্করাম (১০)।

এরপর ক্লাসেন-মিলারের ব্যাটে ঘুরে দাঁড়ায় সাউথ আফ্রিকা। দুজনে মিলে গড়েন ৯৫ রানের জুটি। দারুণ ব্যাটিং করতে থাকা ক্ল্যাসেন ফিরেছেন ফিফটি মিসের হতাশা নিয়ে। পারটার্ম স্পিনার ট্রাভিস হেডের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। তার আগে করেছেন ৪৮ বলে মহামূল্যবান ৪৭ রান।

দারুণ বোলিং করেছেন অস্ট্রেলিয়ার বোলাররা

সাউথ আফ্রিকার ইনিংসের বাকি গল্পটা জুড়ে শুধু মিলারের নাম। একাই লড়ে গেছেন তিনি। মিলারকে সঙ্গ দিতে পারেননি প্রোটিয়া কোনো ব্যাটার। তবে জেরাল্ড কোয়েৎজি চেষ্টা করেছিলেন। কিন্তু ভূল আউটের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। কামিন্সের করা বাউন্স তার বাহুতে লেগেছিল, আম্পায়ার অজি খেলোয়াড়দের আবেদনে সাড়া দিলে আশ্চর্যজনকভাবে রিভিউ নেননি কোয়েৎজি।

৭০ বলে ফিফটি পূর্ণ করা মিলার তিন অঙ্কের দেখা পান ১১৫ বলে। তবে এরপর আর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ১১৬ বলে ১০১ রানে থামে মিলারের ইনিংস।

অস্ট্রেলিয়ার হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স। দুটি করে উইকেট শিকার করেছেন জশ হ্যাজলউড ও ট্রাভিস হেড।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img