কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। ইনজুরি বাধিয়ে জফরা আর্চার আইপিএলের বাহিরে। কুমার সাঙ্গাকারার ভরসার প্রতিদান মুস্তাফিজ দিচ্ছেন বলে বলে।
আসরে রাজস্থানের পঞ্চম ম্যাচ সাকিব বিহীন কলকাতার বিপক্ষে। মুম্বাইয়ে ভ্যারিয়েশনের পসরা সাজিয়ে চোখ কপালে তুলেছেন কেকেআর ব্যাটসম্যানদের।
চতুর্থ ওভারে বোলিংয়ে এসে কখনো ১৩৫ গতিতে ইনসুইং ডেলিভারি তো কখনো আবার ১১০-১১৫ কিমি’তে অফ কাটার, স্পিড ভ্যারিয়েশনে তালগোল পাকিয়েছেন গিল আর রানা। প্রথম স্পেলে দুই ওভারে দিয়েছেন কেবল ৯ রান।
ষোলতম ওভারে বল হাতে ফিরে উইকেটের দেখা পেয়েছেন। রাহুল ত্রিপাটি’কে বোকা বানিয়ে ঐ ওভারে ৫ রানে এক উইকেট। কেকেআরের কোনো ব্যাটসম্যানকেই ফিজের বলে সাবলীল লাগেনি। ওর স্লোয়ারে একাধিক ক্যাচ উঠলেও ভাগ্য সহায় হয়নি, তবুও চার ওভারে ২২ রানে ১ উইকেট বাহবা পাচ্ছেন।
আইপিএলে শুরুর ম্যাচ থেকেই আত্ববিশ্বাসী দেখাচ্ছে মুস্তাফিজকে। রানিং,ডেলিভারি এবং ফলোথ্রুতেও লাগছে চনমনে। পাওয়ার প্লে কি ডেথ ওভার,ভ্যারিয়েশন দেখিয়ে সবার নজরে। ওর অফ কাটার দেখে কমেন্ট্রি বক্সের হার্শা,বিশপরা বলছেন “এ যেন বাহাতি মুরালিধরন”।
রাজস্থানের জার্সিতে ৫ ম্যাচে মোট উনিশ ওভার তিন বল করেছেন মুস্তাফিজ। ১৬৭ রান খর্চায় ৪ উইকেট তার ঝুলিতে।