১৮ সেপ্টেম্বর ২০২৪, বুধবার

মুশফিকের নয় রানের আক্ষেপ!

- Advertisement -

টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরি হাতছানি দিয়ে ডাকছিল মুশফিকুর রহিমকে। ডানহাতি এ ব্যাটার সেই মাইলফলকের দিকেই ছুটছিলেন। তবে ভাগ্য সহায় হয়নি মুশফিকের। ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরি থেকে মাত্র ৯ রান দূরত্বে থেমেছেন তিনি।

অথচ রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে মুশফিক যখন অপরাজিত থেকে মাঠ ছাড়েন তখন তার নামের পাশে ৫৫ রান। চতুর্থ দিনে ইনিংসটাকে লম্বা করেছেন ডানহাতি এ ব্যাটার। সতীর্থ লিটন কুমার দাশ নাসিম শাহর বাড়তি বাউন্সে উইকেট দিলেও মুশফিক সেই ভুল করেননি। বরং শাহিন শাহ আফ্রিদি-খুররম শেহজাদদের বাজে বলের অপেক্ষা করেছেন। বাজে বল পেলেই সেটি বাউন্ডারিতে পরিণত করেছেন তিনি।

ইনিংসে বেশ কয়েকবার ভাগ্যের ছোয়াও পেয়েছেন মুশফিক। একবার তার বিপক্ষে এলবিডব্লিউয়ের আবেদনে সাড়া দিয়েছিলেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে বেঁচে যান ডানহাতি এ ব্যাটার। ব্যক্তিগত ১৫০ রানের মাথায়ও তার ক্যাচ ফেলেছে পাকিস্তান। যার খেসারত দিতে হয়েছে তাদের।

লিটন ফেরার পর উইকেটে আসা মেহেদী হাসান মিরাজকে নিয়ে প্রথম জুটি গড়ার দিকে মনোযোগ দিয়েছেন মুশফিক। এরপর যখনই সুযোগ পেয়েছেন স্কোর করেছেন। ২০০ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এরপর দায়িত্বশীল ব্যাটিং করে এগোচ্ছিলেন দুইশোর দিকে। তবে ৩৪১ বলে ১৯১ রান করে মোহাম্মদ আলীর বলে মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ দেন মুশফিক। আর তাতে ভাঙে মিরাজের সাথে তার ১৯৬ রানের জুটি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৫৩০ রান। মিরাজ অপরাজিত আছেন ৬৬ রানে, হাসান মাহমুদের সংগ্রহ অপরাজিত ০ রান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img