১১ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার

মুশফিকের প্রার্থনায় ইমরান খান

- Advertisement -

পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর হামলার ঘটনার পর তার দ্রুত সুস্থতা কামনা করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম।
বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে মুশফিক লিখেন,

“ইমরান খান গুলিবিদ্ধ হয়েছেন, এটা শুনে আমি স্তম্ভিত। তার দ্রুত সুস্থতা কামনা করছি। ইনশাআল্লাহ।”

বৃহস্পতিবার দুপুরে পাঞ্জাবের ওয়াজিরাবাদে লংমার্চের বহরে ইমরান খানকে গুলিবিদ্ধ করে সন্ত্রাসীরা। এ হামলায় ইমরানের পায়ে বেশ কয়েকটি গুলি লেগেছে৷ উন্নত চিকিৎসার জন্য লাহোরের শওকত খানম হাসপাতালে শরণাপন্ন করা হয় সাবেক এই ক্রিকেটারকে৷ সেখানে তাঁর অস্ত্রোপচার করার পর চিকিৎসকেরা বিস্তারিত জানাবেন।

শুধু মুশফিক নয়, ইমরান খানের ওপর হামলায় বিশ্বজুড়ে অনেক ক্রিকেটারই ক্ষোভ প্রকাশ করছেন এবং তার সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকের অভিব্যক্তি প্রকাশ করছেন।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img