২২ জানুয়ারি ২০২৫, বুধবার

মুশফিক পারেননি, পেরেছেন আবিদ

- Advertisement -

সেঞ্চুরির অপেক্ষায় থেকে দিন শেষ করেছিলেন মুশফিকুর রহিম, সেঞ্চুরির অপেক্ষায় থেকে দিন শেষ করেছেন আবিদ আলীও। মুশফিক কাঙ্ক্ষিত শতকটা তুলে নিতে না পারলেও, আবিদ তুলে নিয়েছেন টেস্ট ক্রিকেটে নিজের চতুর্থ শতক। সেইসাথে এই ম্যাচেই লাল বলের ক্রিকেটে ছুঁয়েছেন এক হাজার রানের মাইলফলক।

মুশফিক ফিরেছিলেন ৯১ রানেই

প্রথম দিন শেষে চালকের আসনে থেকে যখন মুশফিক মাঠ ছাড়ছিলেন তখন তার নামের পাশে ৮২ রান। অষ্টম শতকের অপেক্ষায় থাকা মুশফিক ৯১ রান করেই ফিরেছিলেন প্যাভিলিয়নে। অন্যদিকে, চট্টগ্রাম টেস্টে চালকের আসনে থেকে দিন শেষ করেছে পাকিস্তান। আবিদ ছিলেন সেঞ্চুরির খুব কাছাকাছি, প্রয়োজন ছিল মাত্র সাত রান।

সেই সাত রান তুলতে আবিদের বেশ ভোগান্তিই হয়েছে। প্রথম ১৮ বলে নিতে পারেননি একটি রানও, অপর প্রান্ত থেকে দাড়িয়ে দেখতে হয়েছে সতীর্থদের প্যাভিলিয়নে যাওয়া। সেজন্যই হয়ত নিজেকেও নিয়েছেন গুটিয়ে, নিতে চাননি ঝুঁকি। তবে, তাইজুলের বলে দুই নিয়ে সেঞ্চুরি ঠিকই নিয়েছেন তুলে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img