২৭ জুলাই ২০২৪, শনিবার

মুশফিক-সাকিবের ব্যাটে ম্যাচে ফিরল বাংলাদেশ

- Advertisement -

১৪১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ছন্দপতন টাইগারদের। ইনিংসের দ্বিতীয় ওভারেই জস ডেভিকে ডিপ মিডউইকেটের উপর দিয়ে ছক্কা হাঁকাতে গিয়ে প্যাভিলিয়নের পথে সৌম্য সরকার। নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে এসে লিটন দাসের সাথে একটা জুঁটি গড়ার চেষ্টায় সাকিব; কিন্তু চতুর্থ ওভারে ব্রাড হুয়েলের বলটাকে এগিয়ে এসে মিড অফের উপর দিয়ে তুলে মারতে গিয়ে সার্কেলের ভেতরে দাড়ানো জর্জ মুন্সির তালুবন্দি হয়ে ড্রেসিং রুমের পথে লিটনও। পাওয়ারপ্লের ছয় ওভার শেষে টাইগারদের সংগ্রহ ২ উইকেটে ২৫। দুই ওপেনারই ফিরেছেন ব্যক্তিগত ৫ রানেই; শুরুর বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টায় সাকিব-মুশফিক।

স্কটল্যান্ড জেতার জন্য কতটা মরিয়া, তা বোঝা যায় তাদের শরীরী ভাসাতেই। বাংলাদেশের হয়ে প্রথম আট ওভারে উপরে উঠিয়ে খেলার সাহসটা এক সৌম্য সরকার ছাড়া দেখাতে পারেনি কেউই। সাকিব একবার পুল করার চেষ্টা করলেও সেটাও হয়েছে মিসটাইমিং। নবম ওভারে এসে সেই আক্ষেপটা ঘোচানোর চেষ্টা মুশফিকের। টানা দুই বলে প্রিয় শট সুইপে দুই ছক্কা হাঁকিয়ে জানিয়ে দিলেন ফুরিয়ে যাননি। প্রথম ওভারে দুই রান দেয়া মিচেল লিসকের ওভারটাতে মুশফিক বীরত্বে এল ১৮ রান!

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img