আইপিএলে দিল্লি ক্যাপিটালসকে জয়ের জন্য ১৯৪ রানের টার্গেট দিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। তাদের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেছেন ক্যারিবিয় ব্যাটার কাইল মেয়ার্স।
টস হেরে ব্যাট করতে নেমে শুরটা খুব একটা ভালো করতে পারেনি লক্ষ্ণৌ। শুরুর দিকে তেমন উইকেট না পড়লেও তাদের রানের গতিতে লাগাম টেনে রেখেছিল দিল্লির বোলাররা। দলীয় ১৯ রানে প্রথম উইকেট হারায় লক্ষ্ণৌ, আউট হন তাদের অধিনায়ক লোকেশ রাহুল। এরপরই রানের গতি বাড়ান্ তাদের ওপেনার মায়ার্স।
একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে নিজের দলকে নিয়ে যেতে থাকেন বড় সংগ্রহের দিকে, করেন নিজের আইপিএল ক্যারিয়ারের প্রথম ফিফটিও। তবে দলীয় ৯৮ রানে দীপক হুদা আউট হওয়ার পর সাজঘরের পথ দেখেন মেয়ার্সও, খেলেন ৩৮ বলে ৭৩ রানের এক মারকুটে ইনিংস। উইকেটে থেত হতে পারেননি অলরাউন্ডার মার্কাস স্টোয়নিসও, দলীয় ১১৭ রানে পেসার খালেদ আহমেদের বলে কট বিহাইন্ড হয়ে আউট হন তিনি।
এরপর দলের হাল ধরেন আরেক ক্যারিবিয় ব্যাটার নিকোলাস পুরান। ২১ বলে ৩৬ করে লক্ষ্ণৌর রানের চাকা সচল করেন তিনি, তবে দলীয় ১৬৫ রানে খালেদের বলে ফিরে গেলে তুলতে পারেননি নিজের অর্ধশতক। শেষের দিকে তরুণ তুর্কি আয়ুশ বাদোনির ৭ বলে ১৮ রানের উপর ভিত্তি করে ১৯৩ রানের বিশাল পুঁজি পায় লক্ষ্ণৌ।
দিল্লির হয়ে পেসার খালেদ আহমেদ নিয়েছেন সর্বোচ্চ দুইটি উইকেট।