২৭ জুলাই ২০২৪, শনিবার

মেলবোর্নে ভারতের দুর্দান্ত প্রত্যাবর্তন

- Advertisement -

ছত্রিশে অল আউট হওয়ার পর ভারতীয় দল হয়েছিল তাচ্ছিল্যের শিকার, সমালোচকদের ধারণা ছিল সফররতরা সিরিজ হারবে ৪-০ ব্যবধানে। এখন টিম ইন্ডিয়ার সমর্থকরা বলতেই পারে, ফিরতে হলে ভারতের মতো ফের, কারণ দ্বিতীয় টেস্টে অজিঙ্কা রাহানের দল পেয়েছে ৮ উইকেটের জয়।

মোহাম্মদ শামী আর বিরাট কোহলি অনুপস্থিত, তাদের না থাকার যন্ত্রণা আড়াল হয়েছে মোহাম্মদ সিরাজ আর রাহানের পারফর্মেন্সে। প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও লিড নিয়েছে ভারত, রাহানের সেঞ্চুরি আর দলটার দুর্দান্ত বোলিং ইউনিটে খেই হারিয়েছে অস্ট্রেলিয়া।

চতুর্থ দিনে সমীকরণ হয়ে গিয়েছিল সহজ, ভারতকে জয় পেতে করতে হতো ৭০ রান। তবে দলীয় ২০ রানের আগেই ২ উইকেট খুইয়ে বসে দলটা, অজিদের মধ্যে তখন সেই ‘৩৬’ কি স্বপ্ন বোনার রসদ হিসেবে কাজ করছিল?, করলেও তা শেষ হয়েছে তরুণ শুবনাম গিল ও রাহানের ব্যাটে।

‘চাপ? আই ডোন্ট কেয়ার’, গিলের চিন্তাধারা হয়তো ছিল এমনই। ওয়ানডে স্টাইলে ব্যাট করে ৩৬ বলে করেছেন ৩৫, রাহানে অপরাজিত ছিলেন ২৭ রানে, ভারত জয় পেয়েছে ৮ উইকেটে।

সংক্ষিপ্ত স্কোর : অস্ট্রেলিয়া (১ম ইনিংস) : ১৯৫

ভারত (১ম ইনিংস) : ৩২৬

অস্ট্রেলিয়া ২য় ইনিংস :  ২০০ (১০৩.১ ওভার) (গ্রিন ৪৫, কামিন্স ২২; সিরাজ ২১.৩-৪-৩৭-৩, জাদেজা ১৪-৫-২৮-২)।

ভারত ২য় ইনিংস :  ৭০/২ (১৫.৫ ওভার) (গিল ৩৫*, রাহানে ২৭*; স্টার্ক ৪-০-২০-১, কামিন্স ৫-০-২২-১)।

ফল : ভারত ৮ উইকেটে জয়ী

 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img