১১ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার

মেসিকে কপি করা অসম্ভব!

- Advertisement -

ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার পর থেকেই দারুণ সময় কাটাচ্ছেন লিওনেল মেসি। ইতিমধ্যে ১২ ম্যাচে করেছেন ১১ গোল। সেই সাথে ৫টি গোলে করেছেন সহায়তা। তবে গতকাল টরন্টোর বিপক্ষে চোট নিয়ে মাঠ ছাড়েন আর্জেন্টাইন তারকা। কতদিন মাঠের বাইরে থাকবেন জানা যায়নি এখনো।

২৫ সেপ্টেম্বর অরল্যান্ডো এফসির বিপক্ষে মেসি খেলবেন না তা এক প্রকার নিশ্চিত। ২৭ তারিখের ইউএস ওপেন কাপের ফাইনালে খেলা নিয়েও রয়েছে শঙ্কা। প্রশ্ন উঠেছে আর্জেন্টাইন তারকার অনুপস্থিতিতে দলের হাল ধরবেন কে? মেসির অভাব কেউ পূরণ করতে পারবে না বলে মনে করেন মিয়ামি মিডফিল্ডার রবার্ট টেইলর।

তিনি বলেন, “আমার মনে হয় না তার খেলা কপি করার জন্য খুব বেশি পরামর্শ সে দিতে পারবে। কারণ, তার খেলার কপি কেউ করতে পারবে না”

এ বছর মায়ামির হয়ে ৩৫ ম্যাচ খেলে ৮ গোল করেছেন টেলর। গতকাল টরন্টোর বিপক্ষে ম্যাচেও করেছেন জোড়া গোল। তাই মেসির অবর্তমানে তার দিকেই তাকিয়ে থাকবে মিয়ামির সমর্থকরা। দেখার বিষয় টেলর কতটা আর্জেন্টাইন তারকার শূন্যতা পূরণ করতে পারেন।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img