১৬ অক্টোবর ২০২৪, বুধবার

মেসিকে ছাড়া বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয়

- Advertisement -

বলিভিয়ার বিপক্ষে লিওনেল মেসির খেলা নিয়ে আগেই শঙ্কা ছিলো। ধারণা করা হচ্ছিলো লা পাজে খেলবেন না আর্জেন্টাইন সুপারস্টার। হয়েছেও তাই, বলিভিয়ার বিপক্ষে খেলেননি তিনি। তবুও জয় পেতে আনহেল দি মারিয়াদের কোনো সমস্যা হয়নি। লা পাজে ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ৩-০ গোলের ব্যবধানে জিতেছে লিওনেল স্ক্যালোনির দল।

আর্জেন্টিনার হয়ে একটি করে গোল করেছেন এনজো ফার্নান্দেজ, নিকোলাস তালিয়াফিকো ও নিকোলাস গনসালেস। এদিন মেসিকে স্কোয়াডেই রাখেননি আর্জেন্টিনার কোচ।

লা পাজে ১৩ মিনিটে বক্সের অনেকখানি বাইরে থেকে দূর পাল্লার শট নিয়েছিলেন এনজো। বলিভিয়ার গোলরক্ষকের হাতের ছোঁয়ায় বাইরে দিয়ে গেলে লিড নিতে পারেনি আর্জেন্টিনা। চেলসি মিডফিল্ডারের গোলেই প্রথমে এগিয়ে যায় স্ক্যালোনির দল। ৩১ মিনিটে দি মারিয়ার বাড়িয়ে দেওয়া বল জালে জড়ান এনজো। এর কিছুক্ষণ পরেই লালকার্ড দেখে মাঠ ছাড়েন বলিভিয়ার রবার্তো ফার্নান্দেজ।

বিরতিতে যাওয়ার আগে ২-০ গোলের লিড নেয় আর্জেন্টিনা। দি মারিয়ার ফ্রিকিকে হেডে প্রতিপক্ষের জালে বল জড়ান তালিয়াফিকো।

বলিভিয়ার বিপক্ষে ম্যাচে খেলেননি মেসি

দ্বিতীয়ার্ধে ১০ জনের বলিভিয়ার বিপক্ষে একের পর এক আক্রমণে গেলেও কাঙ্খিত গোলের দেখা পাচ্ছিলো না আর্জেন্টিনা। তবে ৮৩ মিনিটে আর দি মারিয়া-দি পলদের আটকে রাখতে পারেনি স্বাগতিকরা। বক্সের ভিতর থেকে দারুণ গোল করে দলকে ৩-০ গোলের লিড এনে দেন গনসালেস।

পুরো ম্যাচে ৬০ শতাংশ বল পজিশন ধরে রেখে প্রতিপক্ষের জালে ১৫টি শট নিয়েছিলো আর্জেন্টিনা। যার মধ্যে ৮টি পোস্টে রাখতে পেরেছিলো এনজো-দি মারিয়ারা। এই জয়ে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে স্ক্যালোনির দল।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img