লিওনেল মেসি ইউএস ওপেন কাপের ফাইনালে খেলবেন না আগে জানা গিয়েছিল। তবে দলের খেলা দেখতে ঠিকই উপস্থিত হয়েছিলেন আর্জেন্টাইন তারকা। মেসির সাথে এদিন মাঠে উপস্থিত ছিলেন ইন্টার মিয়ামির সহমালিক ডেভিড বেকহাম ও ফ্রান্সের কিংবদন্তি জিনেদিন জিদান।
চোটের কারণে হিউস্টন ডায়নামোর বিপক্ষে আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর ছাড়াও জর্দি আলবা ছিলেন না। দুই তারকাকে ছাড়া ডিআরভি পিএনকে স্টেডিয়ামে জিততে পারেনি মিয়ামি। ২-১ গোলের হার নিয়ে মাঠ ছেড়েছে জেরার্দো মার্তিনোর দল। এ নিয়ে দ্বিতীয়বার ইউএস ওপেন কাপ জিতল হিউস্টন ডায়নামো।
ঘরের মাঠে খুব একটা ভালো খেলতে পারেনি সার্জিও বুসকেটসরা। যদিও ম্যাচে বেশিরভাগ সময় পল পজিশন নিজেদের কাছে রেখেছিল তারা। তবে দিন শেষে ফুটবল গোলের খেলা, যে দল বেশি গোল করবে তারাই জিতবে। ভাল খেললেও এইখানে পিছিয়ে ছিল মিয়ামি।
বল পজিশনে পিছিয়ে থাকলেও আক্রমণ করার দিক থেকে এগিয়ে ছিল হিউস্টন ডায়নামো। মিয়ামির পোস্টে তারা মোট ১৯টি শট নিয়েছিল, যেখানে স্বাগতিকদের শট ১২টি। প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় ডায়নামো। ২৪ মিনিটে গ্রিফিন ডোরসের পর ৩৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন আমিন ব্যাসি।
দুই গোলে পিছিয়ে পড়ার আক্রমণের ধার বাড়ায় মিয়ামি। রবার্ট টেলর-হোসেফ মার্তিনেজরা বারবার ডায়নামোর রক্ষণে গিয়ে পরাস্ত হয়েছেন। ম্যাচের যোগ করা সময়ে একটি গোল পরিশোধ করে মিয়ামি। দলের হয়ে সান্তনা সূচক গোলটি করেন মার্তিনেজ।
গত ২০ সেপ্টেম্বর টরন্টোর বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন মেসি। একই দিনে ইনজুরিতে পড়েন আলবাও। এর পর থেকেই মাঠের বাইরে আছেন দুজন।