জার্মান জাতীয় দলের কোচের পদ থেকে সরে যাচ্ছেন বিশ্বকাপ জয়ী কোচ জোয়াকিম লো। ১৬ বছর দ্বায়িত্ব পালন করা জোয়াকিম অবশ্য এখনই দ্বায়িত্ব ছাড়ছেন না। তার চুক্তির মেয়াদ রয়েছে ২০২২ বিশ্বকাপ পর্যন্ত। তবে তিনি দ্বায়িত্ব ছাড়বেন চলতি বছর জুনে অনুষ্ঠিত হতে যাওয়া ইউরো চ্যাম্পিয়নশিপের পরই। তার দ্বায়িত্ব ছাড়ার খবরটি নিশ্চিত করেছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন।
Full story plus more quotes from Joachim Löw, Fritz Keller and Oliver Bierhoff ? https://t.co/UEajCZaEFe #DieMannschaft pic.twitter.com/lVe62N83W6
— Germany (@DFB_Team_EN) March 9, 2021
৬১ বছর বয়স্ক জোয়াকিম, ক্লিন্সম্যানের সহকারী কোচ হিসেবে জার্মান জাতীয় দলের সাথে যুক্ত হন। তারপর হেড কোচ হন ২০০৬ সালে। তার অধীনে ২০০৮ ইউরোতে অংশ নেয় জার্মানিরা। তার সেরা সাফল্য জার্মানীকে ২০১৪ বিশ্বকাপ জেতানো, ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে। তবে গত কয়েক বছর জার্মানির পারফরম্যান্স ভালো যাচ্ছেনা। গেল বিশ্বকাপে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল। জোয়াকিম লো’র স্থলাভিষিক্ত কে হচ্ছেন তা এখনো নিশ্চিত নয়। তবে লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ এগিয়ে আছেন কোচ হওয়ার দৌড়ে। খুব দ্রুতই জানা যাবে পরবর্তী কোচের নাম।