২৭ জুলাই ২০২৪, শনিবার

মেসিবিহীন পিএসজিকে রুখে দিলো লাইপজিগ

- Advertisement -

প্রেসনেল কিম্পেম্বের ভুলে ম্যাচের একেবারে শেষ মুহুর্তে পাওয়া পেনাল্টির জের ধরে ম্যাচের প্রায় পুরোটা এগিয়ে থেকেও জয়বঞ্চিত হয়েছে প্যারিস সেইন্ট জার্মেই। নিজেদের মাঠে পিএসজির সাথ ২-২ ড্র করেছে জার্মান ক্লাব আরবি লাইপজিগ।

চোটের কারণে এই ম্যাচে অনুপস্থিত ছিলেন লিওনেল মেসি। আনহেল দি মারিয়া, কিলিয়ান এমবাপ্পে ও নেইমারকে নিয়ে আক্রমণ সাজিয়েছিলেন প্যারিস কোচ মরিসিও পচেত্তিনো।

শুরুতে  গোলমুখ খোলে লাইপজিগই। আন্দ্রে সিলভার অ্যাসিস্টে গোল করেন ক্রিস্টোফার এনকুনকু।

কিছুক্ষণ পরই অবশ্য গোল শোধ করে দেয় পিএসজি। নিজে গোল করার সুযোগ থাকলেও জিনি ওয়াইনালদুমকে দিয়েই গোল করিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। প্রথমার্ধেই পিএসজি এগিয়েও যায় আবারো ওয়াইনালদুমের গোলে। এবার অ্যাসিস্টদাতা ব্রাজিলের মারকিনোস।

তবে দ্বিতীয়ার্ধের একেবারে অন্তিম সময়ে এনকুনকুকে ঠেকাতে ডি বক্সের ভেতর পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে তাঁকে ফেলে দেন পিএসজির ফরাসী ডিফেন্ডার প্রেসনেল কিম্পেম্বে। ভিএআর চেক করে পেনাল্টি দেওয়া হয়। পেনাল্টিতে গোল করে ২-২ সমতা বিধান করেছিলেন লাইপজিগের ডমিনিক সবোসলাই।

এই ড্রয়ের ফলে পয়েন্ট টেবিলে দ্বিতীয়  স্থানে রয়েছে পিএসজি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img