১০ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার

মেসির জোড়া গোলে আর্জেন্টিনার জয়

- Advertisement -

পেরুর বিপক্ষে লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে লিওনেল মেসির খেলা নিয়েই ছিল শঙ্কা। সব শঙ্কা উড়িয়ে দিয়ে আর্জেন্টান তারকা মাঠে নামলেন এবং জয় করলেন। শুরুর একাদশে থাকা মেসি প্রথমার্ধে জোড়া গোল করেছেন। তাতেই পেরুর বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা। বাছাইপর্বে হুলিয়ান আলভারেজ-নিকোলাস ওতামেন্দিদের এটি টানা চতুর্থ জয়।

ম্যাচের ৩২ মিনিটে প্রথম গোলটি করেন মেসি। নিকোলাস গঞ্জালেসের বাড়ানো বলে বক্সের ডান দিক থেকে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন তারকা। এই গোলের মধ্য দিয়ে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের লুইস সুয়ারেজের করা ২৯ গোলের রেকর্ডটি টপকে যান মেসি (৩০টি)।

এর মিনিট দশেক পরেই তিনি দ্বিতীয় গোলও পেয়ে যান। এনজো ফার্নান্দেসের পাস পেয়েও সেটি এড়িয়ে ইন্টার মিয়ামি তারকার জন্য ছেড়ে দেন ম্যানচেস্টার সিটির তারকা ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। এরপর নিখুঁত শটে বল জালে পাঠান মেসি।

ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে পড়েছিলেন মেসির এক ক্ষুদে ভক্ত

পেরুর বিপক্ষে হ্যাট্রিকও পেতে পারতেন আর্জেন্টাইন তারকা। কিন্তু, ৫৭ মিনিটে মেসির করা গোলটি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে বাতিল হল করে দেন মাঠের রেফারি।

আর্জেন্টিনা গত ১৮ ডিসেম্বর বিশ্বকাপ ফাইনালের পর থেকে এখনো কোনো গোল হজম করেনি। ৭১০ মিনিট নিজেদের জাল অক্ষত রেখেছে লিওনেল স্কালোনির দল। এ নিয়ে টানা ৮ ম্যাচ জাল অক্ষত রাখল আর্জেন্টিনা। ১৯৭৪ সালে টানা ১২ ম্যাচে কোনো গোল হজম করেনি ইতালি।

পেরুর বিপক্ষে এই জয়ে চার ম্যাচের প্রতিটিতেই জিতে ১২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে আর্জেন্টিনা।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img