১৩ অক্টোবর ২০২৪, রবিবার

মেসির পথে দেম্বেলে

- Advertisement -

বার্সেলোনার সঙ্গে চুক্তি বাড়াতে গত মাসে বেতন কমিয়েছিলেন লিওনেল মেসি। এবার তারই দেখানো পথে হাটছেন উইঙ্গার উসমান দেম্বেলে। বার্সেলোনায় থাকছেন ফরাসি তারকা, আর বার্সায় থাকার পথে নিজের বেতন কমাতে রাজি হয়েছেন তিনি।

বার্সাতে থাকতে বেতন কমাচ্ছেন দেম্বেলে

বেশ কয়েক বছর ধরেই আর্থিক দৈন্যতায় ভুগছে বার্সেলোনা। এর পেছনে স্প্যানিশ লিগেরও (লা লিগা) আছে বড় প্রভাব। বার্সেলোনার আর্থিক অবস্থার উন্নতি কিংবা নতুন খেলোয়াড় দলে ভেড়াতে হলে বেশি বেতন পাওয়া ফুটবলারদের বিক্রি করতে হবে অন্যথায় তাদের বেতন কমাতে হবে। সেই পথেই হাঁটছে বার্সেলোনা কর্তৃপক্ষ।

লিওনেল মেসির বেতন কমানোর ঘটনা পুরোনো খবর। এছাড়া বার্সেলোনা কর্তৃপক্ষ বেতন কমানোর প্রস্তাব দিয়েছে চার সিনিয়র ফুটবলার জেরার্দ পিকে, সের্জিও বুসকেটস, সের্জিও রবার্তো এবং জর্দি আলবাকে। এবার সেই তালিকায় যুক্ত হলো দেম্বেলের নাম।

ইনজুরির কারনে চার মাস মাঠের বাইরে থাকতে হবে দেম্বেলেকে

দেম্বেলের সঙ্গে বার্সার চুক্তি ২০২২ পর্যন্ত। এই মৌসুমে মূলত দেম্বেলেকে বিক্রি করার চিন্তা ভাবনা করেছিল বার্সেলোনা। তবে সেই আশায় গুড়েবালি, ইনজুরিতে আক্রান্ত হয়ে চার মাসের জন্য ছিটকে গেছেন ঊসমান দেম্বেলে। ফলে নতুন মৌসুমের শুরুতে দেম্বেলেকে পাচ্ছে না কাতালানরা। এমনকি নভেম্বরের আগে দেম্বেলের মাঠে নামা নিয়েই আছে সন্দেহ।

দেম্বেলে এমনিতেই ইনজুরিপ্রবণ। বরুশিয়া ডর্টমুন্ড থেকে ১০০ মিলিয়নের বেশি ট্রান্সফার ফিতে বার্সায় আসার পর সময়ে-অসময়ে ইনজুরিতে পড়েছেন। ২৪ বছর বয়সী ফরাসি উইঙ্গার ইউয়েফা ইউরোতে হাঙ্গেরির বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে মাঠ ছেড়েছিলেন। গত মৌসুমেও ইনজুরিতে অনেকটা সময়ই ছিলেন মাঠের বাইরে। দেম্বেলে বেতন কমিয়ে বার্সাতে থাকায় ফ্রি ট্রান্সফার ফিতে দেম্বেলেকে বিক্রি করতে হবে বার্সাকে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img