১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

মেসির সতর্কবার্তা!

- Advertisement -

চলতি মাসেই কাতারে উঠবে ফুটবল বিশ্বকাপের পর্দা। এর আগে সমর্থকদের কাছে বিশেষ এক বার্তা দিয়েছেন লিওনেল মেসি। বলেছেন, মাঠে খেলা চলাকালে সমর্থকদের সংযত থাকতে। হুট করে মাঠে প্রবেশ করায় প্রায়ই নিরাপত্তাকর্মীদের কাছে শাস্তির মুখে পড়েন ভক্তরা। এজন্য সমর্থকদের সর্তক করেছেন মেসি।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘দারিও ওলে’কে দেয়া মেসির এক ইন্টারভিউ থেকে ভক্তদের অদ্ভূত আচরণ সম্পর্কে জানা যায়।

“মাঠে ঝুঁকি নিয়ে ঢুকে পড়ার পর নানান রকম শাস্তির মুখোমুখি হতে হয় ভক্তদের। নিজেদের পরিণতি জেনেও ঝুঁকি নিয়ে মাঠে ঢুকে পড়াকে, ভালোবাসার নিদর্শন”- লিওনেল মেসি।

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি

তবে এর পরিণাম কী হতে পারে সেটাও ভক্তদের মনে করিয়ে দেন আর্জেন্টাইন তারকা,

“নিরাপত্তারক্ষীরা কেমন আচরণ করবেন, তা কেউ আগে থেকে জানেন না। মাঝে-মধ্যে তারা সীমা ছাড়িয়ে যান। তখন দশর্ক-ফুটবলার সবার জন্যই অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়।”

প্রায়ই দেখা যায় আর্জেন্টিনা দল মাঠে থাকতে ভক্তরা নিরাপত্তারক্ষীদের আড়ালে হুট করে মাঠে ঢুকে পড়েন। দৌড়ে মেসির কাছে গিয়ে কখনো সেলফি কিংবা তাঁকে একটু ছুঁয়ে দেখতেও কেউ কেউ ঝুঁকি নেন।

ভক্তদের এমন আচরণে মেসি বলেছেন, “মাঝেমধ্যে ভয় লাগে। এই যে কিছুদিন আগেই আর্জেন্টিনার সবশেষ ম্যাচেই এমটা দেখা গেছে। নিরাপত্তারক্ষীরা এসে পরিস্থিতি সামলাতে গিয়ে আমাকে মেরেও বসেছে!”

চলতি মাসের ২২ নভেম্বর শুরু হবে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন। নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের মুখোমুখি খেলবে মেসির দল। ‘সি’ গ্রুপে আর্জেন্টিনার বাকি দুই প্রতিদ্বন্দ্বী মেক্সিকো ও পোল্যান্ড।

শতভাগ উজাড় করে খেলতে পারার আশ্বাসের কথাও জানান মেসি। বলেছেন, সব ম্যাচকেই সমান চোখে দেখবেন। তিনি আশাবাদী সেরা ফলই উপহার দিবে আর্জেন্টিনা।

 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img