৯ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

মেসির সাথে প্রতিদ্বন্দ্বিতা শেষ হয়েছে মনে করেন রোনালদো

- Advertisement -

এক দশকেরও বেশি সময় ধরে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মধ্যে চলছে দ্বৈরথ। তবে এই লড়াই এখন শেষ হয়েছে বলে মনে করেন পর্তুগিজ সুপারস্টার। নিজের দেশের সংবাদমাধ্যম ‘রেকর্ড’কে দেওয়া সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন রোনালদো।

তিনি বলেন, “আমি বিষয়টি এভাবে দেখি না। দুজনের প্রতিদ্বন্দ্বিতা শেষ হয়েছে। এটা ভালোই ছিল, দর্শকেরা পছন্দ করতেন। রোনালদোকে যারা পছন্দ করেন তাদের মেসিকে ঘৃণা করতে হবে না। কিংবা এর উল্টোটা। আমরা ভালোই করেছি, ফুটবলের ইতিহাস পাল্টেছি। গোটা বিশ্বেই আমাদের সম্মান করা হয় এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ”

২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রোনালদো রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর মেসির সাথে লড়াইয়ের মাত্রাটা বাড়ে। দুজনেই ক্যারিয়ারে আটশোর উপরে গোল করেছেন। দলের হয়েও জিতেছেন অসংখ্যা শিরোপা। ব্যক্তিগত পুরস্কারেও তাদের লড়াইটা জমেছিলো বেশ। মোট ১২ বার ব্যালন ডি’অর ভাগ করে নিয়েছেন।

দুজনে মিলে জিতেছেন মোট ১২টি ব্যালন ডি’অর

২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে রোনালদো জুভেন্টাসে যোগ দেওয়ার পর থেকে মুখোমুখি লড়াইটা আর তেমন দেখা যায়নি। তবে তাদের সমর্থকদের মাঝে এখনও রয়েছে সেই আমেজ। এখনো সময় পেলে কে সেরা তর্কে মাতেন ভক্তরা। তবে দুই তারকা একে অপরকে সম্মান করেন বলে জানিয়েছেন পর্তুগিজ সুপারস্টার।

রোনালদো বলেন, “সে তার পথ অনুসরণ করেছে আমি আমারটা করেছি। সেটা ইউরোপের বাইরে হলেও সমস্যা নেই কারণ সে তার জায়গায় ভালো করছে আমিও আমার জায়গায় ভালো করছি। আমি আসলে প্রতিদ্বন্দ্বিতাকে ওভাবে দেখি না। আমরা অনেকবারই মঞ্চ ভাগ করেছি। সেটা প্রায় ১৫ বছর। আমরা বন্ধু তা বলছি না। কখনো তার সঙ্গে ডিনার করতে বসিনি। পেশাদার দৃষ্টিকোণ থেকে আমরা সহকর্মী এবং একে অপরকে সম্মান করি”

দুজনেই ইউরোপ ছেড়েছেন, মেসি খেলছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মিয়ামিতে আর রোনালদো খেলছেন সৌদি আরবের ক্লাব আল নাসরে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img