৮ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার

মেসি বিহীন মিয়ামির ড্র

- Advertisement -

মেজর লিগ সকারে অরল্যান্ডো সিটির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ইন্টার মিয়ামি। ইনজুরির কারণে এদিন মাঠে নামেননি লিওনেল মেসি।

টরন্টোর বিপক্ষে ম্যাচে ৩৭ মিনিটে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন মেসি। সেদিন অবশ্য আর্জেন্টাইন তারকাকে ছাড়া ৪-০ গোলের বড় জয় পেয়েছিল মিয়ামি। তবে সোমবার অরল্যান্ডোর বিপক্ষে ড্রয়ের হতাশা নিয়ে মাঠ ছেড়েছে দলটি।

অথচ অরল্যান্ডোর মাঠ এক্সপ্লোরিয়া স্টেডিয়ামে আগে গোল করেছিল মিয়ামি। ৫২ মিনিটে দলকে লিড এনে দেন ডেভিড রুইজ। ৬৬ মিনিটে দুকান ম্যাগুয়ারের গোলে সমতা ফেরায় অরল্যান্ডো। মেসি বিহীন মিয়ামি এদিন সুবিধা করতে পারেনি। আর্জেন্টাইন তারকাকে ছাড়া মাঠে বিবর্ণ ছিল দলটি।

বল পজিশনেও অরল্যান্ডোর চেয়ে পিছিয়ে ছিল মিয়ামি। অরল্যান্ডোর ৫২ শতাংশের বিপরীতে ৪৮ শতাংশ সময় নিজেদের পায়ে বল রাখতে পেরেছিল রবার্ট টেইলর-ডেভিড রুইজরা। মিয়ামি প্রতিপক্ষের পোস্টে ৯টি শট নিয়ে ৫টি লক্ষ্যে রাখতে পেরেছিল। অন্যদিকে ১৩টি শট নিয়ে ৬টি লক্ষ্যে রাখতে পেরেছিল অরল্যান্ডো।

আগামী ২৮ সেপ্টেম্বর ইউএস ওপেন কাপের ফাইনালে মাঠে নামবে মিয়ামি। এ ম্যাচেও মেসির খেলা নিয়ে রয়েছে শঙ্কা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img