১০ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার

মেসি বিহীন মিয়ামি জিততে পারেনি

- Advertisement -

লিওনেল মেসি ইনজুরির কারণে ইন্টার মিয়ামির হয়ে সবশেষ তিন ম্যাচে খেলেননি। আর্জেন্টাইন তারকাকে ছাড়া একটিতেও জিততে পারেনি দলটি। উল্টো ইউএস ওপেন কাপের ফাইনালে হেরেছে, সবশেষ রবিবার নিউইয়র্ক সিটির বিপক্ষে শেষ মুহুর্তের গোলে ড্র করে মাঠ ছেড়েছে।

সময়টা ভালো যাচ্ছে না ইন্টার মিয়ামির। মেসিকে ছাড়া খেলতে নেমে সুবিধা করতে পারছে না তারা। রবিবার ঘরের মাঠে নিউইয়র্কের বিপক্ষে শুরু থেকেই অগোছালো ফুটবল খেলে রবার্ট টেলররা। সেই সুযোগে আক্রমণে যাওয়ার চেষ্টা করে নিউইয়র্ক। কয়েকটি ফ্রি-কিকও পেয়েছিল তারা কিন্তু কাজে লাগাতে পারেনি। প্রথমার্ধে দুই দলের কেউই লক্ষ্যে কোনো শট রাখতে পারেনি।

গ্যালারিতে বসে খেলা দেখেছেন লিওনেল মেসি

বিরতি থেকে কিছুটা গোছানো ফুটবল খেলার চেষ্টা করে মিয়ামি। কয়েকটি আক্রমণ করলেও গোলের জন্য তা যথেষ্ট ছিল না। উল্টো মাঝেমধ্যেই প্রতিআক্রমণে উঠছিল নিউইয়র্কও। ৭৭ মিনিটে কাঙ্খিত গোলটি পেয়ে যায় তারা। সান্তিয়াগো রদ্রিগেজের গোলে এগিয়ে যায় তারা।

ডিআরভি পিএনকে স্টেডিয়ামে আসা মিয়ামির সমর্থকরা হয়তো ধরে নিয়েছিলেন হারতে যাচ্ছে তাদের প্রিয় দল। তবে নাটকের তখনও বাকি ছিল, অন্তিম মুহূর্তে টমাস আভিলেসের গোলে স্বস্তি ফিরে আসে মায়ামি শিবিরে। এরপর কয়েকটি ভালো সুযোগও তৈরী করেছিল তারা। একবার পোস্টে লেগে বল ফিরে আসলে লিড নিতে পারেনি জেরার্দো মার্তিনোর দল। শেষ পর্যন্ত ১-১ সমতায় শেষ হয় ম্যাচ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img