১৩ অক্টোবর ২০২৪, রবিবার

মোরাতার জোড়া গোল, জুভেন্টাসের জয়

- Advertisement -

শুরুর একাদশে ক্রিশ্চিয়ানো রোনালদো সাইড বেঞ্চে, আবার ম্যাচের শুরুতেই জুভেন্টাসের পিছিয়ে পড়া। জুভদের অন্য কিছুর আভাস দিয়েছিল লাৎসিও। তবে শুরুর আভাসে কাজ হয়নি। পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে সিরি’ আ লিগ চ্যাম্পিয়নরা।

১৪ মিনিটে জুভেন্টাসের ভুল পাসে বল পেয়ে যান লাৎসিওর হোয়াকিন কোররেয়া। জাল খুঁজে নিতে ভুল করেননি। অবশ্য লাৎসিও সাফল্য বলতে ওইটুকুই। এরপর শুরু মোরাতা ম্যাজিক। ৩৯ মিনিটে গোল করান। সমতায় ফিরে জুভেন্টাস। গোলদাতা আদ্রিয়েন রাবিও।

দ্বিতীয়ার্ধে তিন মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন মোরাতা। ৫৭ ও ৬০ মিনিটে। দ্বিতীয়টা পেনাল্টি থেকে। ম্যাচের স্কোরলাইন তখন ৩-১। শেষ ত্রিশ মিনিটের জন্য মাঠে নামেন ক্রিশ্চিয়ানো রোনালদো, মোরাতার বদলি হিসেবে। কিন্তু স্কোরশিটে নাম উঠাতে পারেননি। ম্যাচ শেষ হয় ৩-১ ব্যবধানেই।

২৫ ম্যাচে ১৫ জয় ও সাত ড্র’য়ে ৫২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে জুভেন্টাস। সমান ম্যাচে তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে এসি মিলান দুইয়ে, ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইন্টার মিলান। লাৎসিও ৪৩ পয়েন্ট নিয়ে সাত নাম্বারে রয়েছে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img