২৪ জানুয়ারি ২০২৫, শুক্রবার

‘মেয়েদের’ বাংলাদেশ-পাকিস্তান লড়াইয়েও বিপাকে বাংলাদেশ

- Advertisement -

শুধু মিরপুরে নয়, জিম্বাবুয়েতেও চলছে বাংলাদেশ-পাকিস্তানের ক্রিকেটীয় লড়াই। তবে তা নারী দলের।

এবং পুরুষ দল যেমন মিরপুরে কঠিন সময় পার করছে, তেমনি বাংলাদেশের নারী দলও মুখোমুখি হয়েছে কঠিন এক চ্যালেঞ্জের। হারারেতে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ নারী দলকে ২০২ রানের লড়াকু টার্গেট ছুঁড়ে দিয়েছে পাকিস্তান নারী দল।

এতো রান করার কথাই ছিলোনা পাকিস্তানের। পেসার রিতু মনি ও স্পিনার নাহিদা আক্তারের বোলিং নৈপুণ্যে ৪৯ রানেই ৫ উইকেট হারিয়ে ১০০-র নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিলো যারা, সেই পাকিস্তান আর মাত্র ২ উইকেট খুইয়ে স্কোরবোর্ডে যোগ করে আরো ১৫১ রান। এর পেছনে কৃতিত্ব লেট অর্ডার ব্যাটার নিদা দার ও আলিয়া রিয়াজের। নিদা ৮ চার ও ২ ছক্কায় ১১১ বলে ৮৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, আলিয়া ৮২ বলে করেন ৬১।

বাংলাদেশের পক্ষে রিতু মনি ও নাহিদা আক্তার দুটি করে উইকেট নেন।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img