বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে লেবাননের সাথে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। প্রথমে পিছিয়ে পড়ার পর শেখ মোরসালিনের গোলে সমতা ফেরায় স্বাগতিকরা।
বসুন্ধরা কিংস অ্যারেনায় নিজেদের গুছিয়ে নিতে শুরুতে কিছুটা সময় নেয় জামাল ভূঁইয়া-তারিক কাজীরা। এরপর সময় যত গড়িয়েছে নিজেদের সেরা ছন্দে ফিরেছেন বাংলাদেশের ফুটবলাররা। প্রথমার্ধে বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরী করেছিল স্বাগতিকরা। কিন্তু দূর্বল ফিনিশিংয়ের কারণে ম্যাচে লিড নিতে পারেনি ফয়সাল আহমেদ ফাহিম-শেখ মোরসালিনরা।
আক্রমণের পর আক্রমণ করেছে লেবাননও। বাংলাদেশের ডিফেন্ডারদের দারুণ পরীক্ষা নিয়েছে তারা। প্রথামার্ধে সেই পরীক্ষাই সফল তারিক কাজী-বিশ্বনাথ ঘোষরা। গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই রক্ষণ গুছিয়ে আক্রমণে ওঠার চেষ্টা করে বাংলাদেশ। এদিন মিডফিল্ডে দারুণ খেলেছেন দুই সোহেল রানা। তবে ছোট সোহেল বেশ কয়েকবার দারুণভাবে ড্রিবল করেছেন এদিন। ৬৭ মিনিটে মাজেদ ওসমানের গোলে এগিয়ে যায় লেবানন।
৫ মিনিট পরেই মোরসালিনের গোলে ঘুরে সমতায় ফেরে বাংলাদেশ। মাঝমাঠে বল পেয়েই সতীর্থদের সাথে দেওয়া নেওয়া করে বক্সের বাইরে থেকে আচমকা শট নেন বসুন্ধরা কিংসের এই ফুটবলার। লেবাননের গোলকিপার ঝাপ দিয়েও বলের নাগাল পাননি। গর্জে ওঠে বাংলাদেশের সমর্থকরা। ম্যাচের একদম শেষ মুহুর্তে আবারও সুযোগ পেয়েছিলেন মোরসালিন। কিন্তু এবার হতাশ করেন তিনি। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।