১২ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

মৌসুমের প্রথম ‘এল ক্লাসিকো’তে মুখোমুখি বার্সা-রিয়াল

- Advertisement -

বার্সেলোনা-রিয়াল ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াই দেখার জন্য মুখিয়ে থাকে সমর্থকরা। শুধুমাত্র বার্সা-রিয়ালের সমর্থক নয়, নিরপেক্ষ দর্শকদেরও আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে এল ক্লাসিকো। মৌসুমে প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। বার্সেলোনার অস্থায়ী অলিম্পিক স্টেডিয়ামে ৮:১৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।

পয়েন্ট টেবিলের দুইয়ে থেকে রবাট লেভানডফস্কি-ফেরান তোরেসদের মুখোমুখি হতে যাচ্ছে কার্লো আনচেলত্তির দল। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের চেয়ে এক ধাপ নিচে রয়েছে জাভি হার্নান্দেজের দল। তবে শনিবারের এই ম্যাচের পর পয়েন্ট তালিকায় আসতে পারে বড় পরিবর্তন।

রিয়াল মাদ্রিদের বিপক্ষে লেভানডফস্কি, জুলেস কুন্দে, রাফিনিয়াদের সার্ভিস পেতে পারে বার্সেলোনা। চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন তারা। এছাড়াও পেদ্রি, ফ্রেঙ্কি ডি ইয়ং ইনজুরি কাটিয়ে এদিন ফিরতে পারেন।

সংবাদ সম্মেলনে বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ

বার্সা-রিয়াল ম্যাচে দুই দলেরই সমান সুযোগ দেখছেন জাভি। তিনি বলেন, “দুই দলের লক্ষ্যই জয় পাওয়া। আমার ধারণা, সম্ভাবনা অর্ধেক-অর্ধেক রয়েছে। এ ধরনের ম্যাচে আসলে কেউই ফেভারিট নয়। দেখা যাক, কিছুই আগে থেকে বলতে পারছি না। অভিজ্ঞতা থেকে বলতে পারি, কি ঘটতে যাচ্ছে সেটা বলা কঠিন। এল ক্লাসিকো এমনই”

দুই দলের শেষ ছয়বারের দেখায় চারবার জিতেছে বার্সেলোনা। তবে শেষবারের দেখায় কোপা দেল রে’তে জাভির দলকে এক হালি গোল দিয়েছিল ভিনিসিয়ুস জুনিয়ররা।

পরিসংখ্যান বলছে সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে দুই দলের লড়াই হয়েছে বেশ জমজমাট। কোনো দলই কাউকে ছাড় দেয়নি। যার প্রমাণ ম্যাচ জেতার সংখ্যায়, বার্সা-রিয়ালের ২৫৪ বারের দেখায় ১০৩ বার জিতেছে লস ব্লাঙ্কোসরা। অন্যদিকে খুব একটা পিছিয়ে নেই কাতালান দলটি। রিয়ালের বিপক্ষে ১০০ বার জিতেছে তারা। বাকি ৫১ ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেছে দুই দল।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img