গলফ খেলতে গিয়ে মাথায় আঘাত পাওয়ার কারণে গ্লেন ম্যাক্সওয়েল ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে খেলবেন না আগেই জানা গিয়েছিল। তবে এবার নতুন খবর হচ্ছে, জস বাটলারদের সাথে ম্যাচে মিচেল মার্শকেও পাচ্ছে না অস্ট্রেলিয়া। জানা গেছে, পারিবারিক কারণে অস্ট্রেলিয়ায় গেছেন তিনি। মার্শ কবে দলের সাথে যোগ দেবেন এখনো নিশ্চিত নয়।
ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, “অলরাউন্ডার মিচেল মার্শ ব্যক্তিগত কারণে গত রাতে দেশে ফিরে গেছেন। তিনি কবে দলের সঙ্গে যোগ দেবেন, সেটা এখনো নিশ্চিত করা হয়নি”
চলতি বিশ্বকাপে ট্রাভিস হেড দলের সাথে যোগ দেওয়ার আগে ডেভিড ওয়ার্নারের সাথে ওপেনিংয়ে খেলেছিলেন মার্শ। হেড ফেরার পর তিনে ব্যাটিং করেছেন তিনি। অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারের অন্যতম ভরসার নাম মার্শ।
ম্যাক্সওয়েলের পর মার্শকেও ইংল্যান্ডের বিপক্ষে না পাওয়া অস্ট্রেলিয়ার জন্য বড় ক্ষতির কারণ। দুজনেই চলতি বিশ্বকাপে দারুণ ফর্মে ছিলেন। ম্যাক্সওয়েল তো বিশ্বকাপের ইতিহাসের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও নিজের করে নিয়েছেন। তবে এই দুই তারকা না থাকায় কপাল খুলতে পারে মার্কাস স্টয়ানিস ও ক্যামেরন গ্রিনের।
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ৬টি ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। চারটিতে জিতে পয়েন্ট তালিকার তিনে আছে তারা। টুর্নামেন্টের