১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

ম্যাক্সওয়েলের রেকর্ড গড়া সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩৯৯ রান

- Advertisement -

৪, ৪, ৬, ৬, ৬… ৪৯তম ওভারে বাস ডি লিডের প্রথম পাঁচ বলে গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট থেকে আসা রান। সেই সাথে বিশ্বকাপের ইতিহাসে এইডেন মার্করামের করা ৪৯ বলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ৯ বল কম খেলেই ভেঙ্গে দেন অজি অলরাউন্ডার। তিন অঙ্কের মাইল ফলকে পৌঁছাতে খেলেছেন মাত্র ৪০ বল। ম্যাক্সওয়েল ও ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরিতে ৩৯৯ রানের সংগ্রহ পায় অস্ট্রেলিয়া।

দলীয় ২৮ রানের মধ্যে মিচেল মার্শকে ফিরিয়ে দারুণ কিছুর ইঙ্গিত দিয়েছিল ডাচরা। তবে এরপরের গল্পে শুধু অজি ব্যাটারদের আধিপত্য। মার্শ ফেরার পর স্টিভ স্মিথকে নিয়ে ১১৮ বলে ১৩২ রানের জুটি গড়েছেন ওয়ার্নার। ডাচ বোলারদের কোনো পাত্তাই দেননি তারা। ৬৮ বলে ৯ বাউন্ডারি ও ১ ছক্কায় স্মিথ ৭১ রান করে ফিরে গেলেও বিশ্বকাপে টানা দুই ম্যাচে সেঞ্চুরির দেখা পেয়েছেন অজি ওপেনার।

বিশ্বকাপে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করেছেন ডেভিড ওয়ার্নার

ওয়ার্নার যখন ফাইন লেগে লোগান ফন বিককে ক্যাচ দিয়ে ফেরেন তখন তার নামের পাশে ৯৩ বলে ১১ বাউন্ডারি ও ৩ ছক্কায় ১০৪ রান। লাবুশেনের ব্যাট থেকে এসেছে ৪৭ বলে ৭ বাউন্ডারি ও ২ ছক্কায় ৬২ রান।

শেষের দিকে উইকেটে এসে ঝড় তুলেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। আরিয়ান দত্ত-বাস ডি লিডদের বলে একের পর এক বাউন্ডারি মেরেছেন তিনি। ২৭ বলে ফিফটির দেখা পাওয়া অজি অলরাউন্ডার সেঞ্চুরি পূর্ণ করতে সময় নিয়েছেন আর মাত্র ১১ বল। শেষ পর্যন্ত ৪৪ বলে ৯ বাউন্ডারি ও ৮ ছক্কায় ১০৬ রান করে থামেন তিনি।

নেদারল্যান্ডসের হয়ে ১০ ওভারে ৭৪ রান দিয়ে চার উইকেট শিকার করেছেন লোগান ফন বিক। দুটি উইকেট নিতে বাস ডি লিড খরচ করেছেন ১০ ওভারে ১১৫ রান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img