বিশ্বকাপে সময়টা ভালো যাচ্ছিল না গ্লেন ম্যাক্সওয়েলের। অজি অলরাউন্ডারের ফর্ম নিয়ে সমালোচনাও কম হয়নি। তবে সব সমালোচনার জবাব ম্যাক্সওয়েল দিয়েছেন ব্যাট হাতে। দুর্দান্ত এক সেঞ্চুরি করে, সেই সেঞ্চুরি আবার যেমন তেমন না, অস্ট্রেলিয়ার ওয়ানডে ইতিহাসের তো বটেই বিশ্বকাপের ইতিহাসেরও দ্রুততম সেঞ্চুরি।
নেদারল্যান্ডসের বাস ডি লিডের যে বলে ছক্কা মেরে ম্যাক্সওয়েল মাইলফলকে পৌঁছান। সেই শটকে ১২ রান দেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার।
তিনি বলেন, “ওর শটকে ক্রিকেটের অন্যতম সেরা বলতেই হবে। শটটা চমৎকার ছিল। ছক্কা হয়েছিল। কিন্তু আমি বলব, অবিশ্বাস্য এই শটে ওকে ১২ রান দেওয়া উচিত ছিল। এটা ঠিক যে দুটি ছক্কা খাওয়ার পর (ডি লিডের) বোলিং এলোমেলো হয়ে গিয়েছিল। কোথায় বল ফেলতে হবে, বুঝে উঠতে পারছিল না। ওরা (ডাচ বোলাররা) স্লোয়ার দেওয়ার চেষ্টা করেছে, পেট ও বুকের মাঝ বরাবর জায়গায় বোলিং করার চেষ্টা করেছে। কিন্তু (ম্যাক্সওয়েল) অবিশ্বাস্য ব্যাটিং করেছে। প্রথম রান করতে আমার যেখানে ৪০ বল লাগত, আর সেখানে সে শতক তুলে নিয়েছে”
সেঞ্চুরির পথে ডি লিডের ৫ বল থেকে ২৭ রান তুলেছিলেন ম্যাক্সওয়েল। প্রথম দুই বলে বাউন্ডারির পর পরের তিনটিতেই ছক্কা মেরেছেন অজি ব্যাটার। যার আবার শেষ বলটা ছিল নো বল।