১৩ অক্টোবর ২০২৪, রবিবার

ম্যাক্সওয়েল ঝড়ে উড়ে গেল নিউজিল্যান্ড

- Advertisement -

ওয়েলিংটনে তৃতীয় টি-টোয়েন্টিতে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। এটাই মনে হয় কিউই অধিনায়কের সবচেয়ে বড় ভুল ছিল। প্রথমে ব্যাট করতে নেমে ম্যাক্সওয়েল আর অ্যারন ফিঞ্চের বিধ্বংসী ব্যাটিংয়ে ২০৮ রানের বড় সংগ্রহ গড়ে অজিরা। মাত্র ৩১ বল খেলেই ৭০ রান করেন ম্যাক্সওয়েল।

বড় রানের টার্গেটে ব্যাট করতে নেমে খেই হারিয়ে ফেলেন স্বাগতিকরা। মার্টিন গাপটিলের ব্যাটে কিউইরা আশার আলো দেখতে শুরু করলেও শেষ পর্যন্ত সেটা নিরাশায় পরিণত হয়।২৮ বলে ৪৩ রান করে জাম্পার বলে কাটা পড়েন গাপটিল।

পরে অ্যাশটন অ্যাগারের বোলিং সামলাতে বেশ বেগ পেতে হয় নিউজিল্যান্ডকে।ক্যারিয়ার সেরা বোলিং করে অজি এই বোলার ৩০ রানে দিয়ে ৬ উইকেট তুলে নেন।কিউইরাও গুটিয়ে যায় মাত্র ১৪৪ রানে।

রেকর্ড গড়া জয়ে রানের দিক থেকে টি-টোয়েন্টি সংস্করণে প্রতিবেশী দেশটির বিপক্ষে এটাই অজিদের  সবচেয়ে বড় জয়। ২০০৭ সালে পার্থে ৫৪ রানের জয় ছিল আগের রেকর্ড।  ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ এ এগিয়ে আছে নিউজিল্যান্ড।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img