৭ জুন ২০২৩, বুধবার

ম্যাচে ফিরেছে বাংলাদেশ ‘এ’ দল

- Advertisement -

ওয়েস্ট ইন্ডিজে ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে চাপে পড়েছে বাংলাদেশ ‘এ’ দল। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২৩৭ রানের জবাবে এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেটে ১৩৯ রান।

প্রথম ইনিংসে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ২৩৭ রানে অলআউট হয় বাংলাদেশ। ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি ওপেনিং ব্যাটার জাকির হাসান। ১৩ বলে ১৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। সাইফ হাসানও পারেননি ইনিংস বড় করতে। এরপর অধিনায়ক আফিফ হোসেন ধ্রুব ৩৪ বলে ৩৭ রান করে উইকেট বিলিয়ে দিয়ে আসেন।

তবে বাকি ব্যাটারদের আশা যাওয়ার মিছিলে উইকেটের একপ্রান্ত ধরে রেখেছিলেন ব্যাটার শাহাদত হোসেন দিপু। । প্রথম ইনিংসে দলের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। বাংলাদেশের দুশোর্দ্ধ সংগ্রহে বড় অবদান তারই। তাকে সঙ্গ দিতে পারেননি কেউ। শেষের দিকের ব্যাটারদের সাথে নিয়ে একাই লড়েছেন তিনি। ৯ম উইকেট হিসেবে আউট হওয়ার আগে করেন ১২৪ বলে ৭৩ রান।

একাই লড়েছেন দিপু

জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ত্যাগনারায়ন চন্দরপলের উইকেট হারালেও ওয়েস্ট ইন্ডিজকে ভালো শুরু এনে দেন আরেক ওপেনার কির্ক ম্যাকেঞ্জি ও তিনে ব্যাট করতে আসা ব্যাটার রেয়মন রেইফার। দুজনে মিলে বাংলাদেশের বোলারদের হতাশ করেন। রেইফারকে আউট করে ১১৬ রানের জুটি ভাঙ্গেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। রেইফার আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার আগে করেন ৩৭ রান। এরপর ৯১ রান করা ম্যাকেঞ্জিকে আউট করেন সাইফ হাসান। ২ বলে ০ রান করে অপরাজিত আছেন স্টিফেন অ্যাথানাজি।

বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট নিয়েছেন খালেদ আহমেদ, তানভির ইসলাম ও সাইফ হাসান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img