৪ ডিসেম্বর ২০২৪, বুধবার

ম্যাচ চলাকালীন হাসপাতালে আবিদ আলী

- Advertisement -

করাচিতে কয়েদ-ই-আজম ট্রফির শেষ রাউন্ডের ম্যাচ চলাকালীন হাসপাতালে নেয়া হয়েছে পাকিস্তান ওপেনার আবিদ আলীকে, আছেন চিকিৎসকের পর্যবেক্ষণে। অর্ধশতক করতেই অনুভব করছিলেন ব্যথা, ৬১ রান হতেই ছাড়তে বাধ্য হয়েছেন মাঠ। কাঁধের চোটটা হঠাৎ করেই বেড়ে যাওয়ায় দীর্ঘায়িত করতে পারেননি ইনিংস।

সম্প্রতি বাংলাদেশ সফর শেষ করে দেশে ফিরেছেন পাকিস্তান টেস্ট দলের এই ওপেনার। টাইগারদের বিপক্ষে দুই ম্যাচে ৮৮ গড়ে ২৬৩ রান করার পর ধারাবাহিকতা বজায় রেখেছিলেন পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট লিগেও। এই বছরে প্রথম শ্রেণির ক্রিকেটে ছয়টি ম্যাচ খেলেছেন আবিদ, তিন সেঞ্চুরি এবং ৫২ গড়ে করেছেন ৭৬৬ রান।

বাংলাদেশের বিপক্ষেও ছিলেন দুর্দান্ত ছন্দে

২০১৯ সালে পাকিস্তানের হয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক আবিদের, তখন থেকেই ব্যাট হাতে ছড়াচ্ছেন আলো। প্রথম শ্রেণির ক্রিকেটে সাত হাজারের বেশী রান করে ৩১ বছর বয়সে এসেছেন জাতীয় দলে, ক্রিকেট ইতিহাসের একমাত্র ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে এবং টেস্ট অভিষেকে করেছেন শতক। আবিদের অভিষেকের পর তার চেয়ে বেশী রান পাকিস্তানের হয়ে টেস্টে আর কেউই করেনি। চলমান বছরেও বজায় রেখেছেন ধারাবাহিকতা। নয় ম্যাচে ৪৯ গড়ে এই বছরে ৬৯৫ রান, যা যেকোনো দেশের খেলোয়াড়দের মধ্যেই এইবছরের পঞ্চম সর্বোচ্চ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img