৯ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

ম্যাচ জেতার পরও হতাশ বার্সা বস জাভি

- Advertisement -

বুধবার রাতে স্প্যানিশ লা-লিগায় আলমেরিয়াকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। নির্ধারিত সময়ের ৮ মিনিট আগে পর্যন্ত সমতায় ছিল ম্যাচ। এরপরই সার্জিও রবার্তো ম্যাজিক। দারুণ এক গোল করে দলকে ম্যাচ জিতিয়েছেন বার্সা অধিনায়ক। তারপরও সন্তুষ্ঠ নন কাতালান ক্লাবটির কোচ জাভি হার্নান্দেজ। দলের খেলায় তিনি খুশি হতে পারেননি।

ম্যাচ শেষে বার্সার খেলা নিয়ে জাভি বলেন, “যতটা ভেবেছিলাম আমরা তার চেয়েও বেশি ভুগেছি। আমরা ৩০টি শট নিয়েছি কিন্তু ২টি গোল উপহার দিয়েছি। প্রথমার্ধের খেলা অগ্রহণযোগ্য। কোচ হিসেবে এটা মেনে নেওয়া যায় না—যেটা আমি বিরতির সময়ই (খেলোয়াড়দের) বলেছি। দ্বিতীয়ার্ধের খেলা তুলনামূলক ভালো ছিল। কিন্তু আমরা প্রচুর সুযোগ নষ্ট করেছি এবং সেটা প্রায় এক মাস ধরেই হয়ে আসছে। এই দলে প্রেরণার অভাব। গত মৌসুমের প্রেরণাটা অনুপস্থিত। আগ্রাসন এবং মনোযোগ নেই”

এই জয়ে পয়েন্ট তালিকার ৩ নম্বরে উঠে এসেছে বার্সেলোনা। ১৮ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৩৮। শীর্ষে থাকা জিরোনার পয়েন্ট ৪৪। বার্সার চেয়ে এক ম্যাচ কম খেলেছে তারা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img